বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার বাড়তে থাকা পেট্রোল ডিজেলের দাম কমাতে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। পেট্রোল ডিজেলের দাম কমাতে সেস থেকে দেওয়া হবে ১ টাকা ছাড়। যা শুনে কিছুটা হাসি ফুটল রাজ্যবাসীর মুখে।
নির্বাচনের আগেই পেট্রোল ডিজেলের দাম কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রতিদিন যে হারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছিল, তাতে করে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ নাগরিক। রাস্তায় বেরোলেই তাদের পকেট ফাঁকা হওয়ার জোগাড় হয়ে গিয়েছিল।
পেট্রোপণ্যের দাম কমাতে নানা জায়গায় বিক্ষোভ সমাবেশও দেখা গিয়েছিল। বিরোধীরা সরব হয়ে উঠেছিল সরকারের বিরুদ্ধে। এবার পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। পেট্রোল ডিজেলের দাম কমাতে এক বড় পদক্ষেপ নিল রাজ্য।
অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করলেন আগামীকাল রাত থেকেই কমবে রাজ্যে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের দাম কমাতে সেস থেকে দেওয়া হবে ১ টাকা ছাড়। যাতে করে কিছুটা কমবে পেট্রোপণ্যের দাম।