বাংলাহান্ট ডেস্কঃ উৎসবের আবহে বারবার আক্রান্ত হয়েছে বাংলাদেশের (bangladesh) মা দুর্গা। একাধিক জায়গা থেকে দুর্গা মন্ডপের উপর হামলার খবর সামনে এসেছে। এই ঘটনার প্রতিবাদে এবার মাঠে নামল বঙ্গ বিজেপি (bjp) শিবির। জানা গিয়েছে এই বিষয়ে, মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচি হতে চলেছে কলকাতায়।
এই বিষয়ে একজোট হয়ে প্রতিবাদে সামিল হতে রবিবার রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দেখা করতে গিয়েছিলেন নিউটাউনের ইসকন মন্দিরের গোশালায়। সেখানে গিয়ে ইসকন প্রেসিডেন্ট প্রভু রাধারমণ দাসের সঙ্গে দেখা করেন তিনি। ঠিক হয়, মঙ্গলবার কলকাতায় আয়োজিত হতে চলা কর্মসূচির নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি এখানকার সাংসদদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠানো যায় কিনা, তা নিয়েও আলোচনা করা হয়।
জয়প্রকাশ মজুমদার আরও বলেন, রাজনীতির উর্দ্ধে উঠে ‘আক্রান্ত হিন্দু’দের কর্মসূচি আয়োজিত হতে চলেছে মঙ্গলবার। মিছিল করে বাংলাদেশ হাইকমিশনের দিকে যাওয়া হবে কিনা সেবিষয়ে কিছু না বললেও, তিনি জানান ‘প্রাণ কাঁদবে যাঁদের, তাঁরাই অংশ নেবেন এই কর্মসূচিতে’।
বাংলাদেশে মা দূর্গা, মন্দির ও হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে হাওড়া সদর সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিল।
নিরীহ হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক! pic.twitter.com/ePviUVi2gO
— BJP West Bengal (@BJP4Bengal) October 17, 2021
এবিষয়ে আবার রাধারমণ দাস জানিয়েছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলুক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ভারেতের পক্ষ থেকে দেওয়া হোক কড়া বার্তাও’।
বিষয়টা হল, দুর্গা পুজোকে কেন্দ্র করে বাংলাদেশে অষ্টমী থেকেই ছড়িয়েছে একাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা। কুমিল্লা জেলার নানুয়া দীঘিতে একটি দুর্গা পুজো মন্ডপের পর এক এক করে প্রতিমার উপর আঘাত হানার খবর উঠে এসেছে চাঁদপুর, চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গা থেকে।
একাধিক জায়গায় ভেঙে দেওয়া হয় দুর্গাপুজো মণ্ডপ, হামলা চালানো হয় মন্দিরেও। এই আক্রমণের শিকার হন সংখ্যালঘু হিন্দুরা। বেশ কয়েকজন মারাও গিয়েছে এবং আহতের সংখ্যাও প্রচুর। এই পরিস্থিতিতে সরব হয়েছেন ভারতের বহু বিশিষ্ট জনেরা।