কড়া পদক্ষেপ BCCI-র! টিম ইন্ডিয়া থেকে বাদ গম্ভীরের ঘনিষ্ঠ সহযোগী, বরখাস্ত হলেন আরও ২ জন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL চলাকালীনই এবার বড় সিদ্ধান্ত নিল BCCI (Board of Control for Cricket in India)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ সহযোগী এবং ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে অপসারণ করেছে বোর্ড। এই বছর অস্ট্রেলিয়ায় সম্পন্ন হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির সময়ে খারাপ পারফরম্যান্স এবং ড্রেসিং রুম থেকে ফাঁস হওয়া কথার বিষয় মাথায় রেখে BCCI এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। এদিকে অভিষেক নায়ার ছাড়াও, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সোহম দেশাইকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রিপোর্ট অনুসারে, তাঁরা দুজনেই ৩ বছরেরও বেশি সময় ধরে দলের সাথে যুক্ত ছিলেন। তাই, নিয়ম অনুযায়ী, এখন তাঁদের জায়গায় নতুন নিয়োগ করা হবে।

বড় সিদ্ধান্ত নিল BCCI (Board of Control for Cricket in India):

নায়ারের স্থলাভিষিক্ত কে হবেন: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও, মাত্র ৮ মাসের মধ্যে অভিষেক নায়ারকে অপসারণ করলে BCCI (Board of Control for Cricket in India)। মিডিয়া রিপোর অনুযায়ী, বর্তমানে অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপের জায়গায় অন্য কোনও কোচ আনা হবে না। কারণ সীতাংশু কোটাক ইতিমধ্যেই ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে যুক্ত রয়েছেন। এদিকে, রায়ান টেন দশখাতে সহকারী কোচের ভূমিকা পালন করছেন এবং তাঁকে ফিল্ডিং কোচের দায়িত্বও দেওয়া হতে পারে।

The Board of Control for Cricket in India taken strict action.

তবে, টিম ইন্ডিয়ার ট্রেনার সোহম দেশাইয়ের পরিবর্তে একজনকে দলে নেওয়া হতে পারে। তাঁর জায়গা নিতে পারেন আদ্রিয়ান লে রক্স। বর্তমানে তিনি IPL-এ পাঞ্জাব কিংসের সাথে যুক্ত রয়েছেন। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের সাথেও কাজ করেছেন। জানিয়ে রাখি যে, BCCI (Board of Control for Cricket in India) এই সিদ্ধান্তগুলির কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

আরও পড়ুন: ২০২৮ সালের অলিম্পিকে কোথায় খেলা হবে ক্রিকেট? ভেন্যু সম্পর্কে বিরাট ঘোষণা ICC-র

বর্তমানে, টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ হিসেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট রাঘবেন্দ্র, দয়ানন্দ গরানি, ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈন, ম্যাসাজার অরুণ কানাডে, চেতন কুমার, রাজীব কুমার, টিম অপারেশন ম্যানেজার সুমিত মল্লাপুরকর, একজন সিকিউরিটি ম্যানেজার এবং আরও অনেকে অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের “আত্মঘাতী” পদক্ষেপ! ভারত থেকে এই জিনিসের আমদানিতে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের

সেন্ট্রাল কন্ট্রাক্ট-এ বড় ধরনের পরিবর্তন আসতে পারে: IPL-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের দিন BCCI (Board of Control for Cricket in India)-র অ্যাপেক্স কমিটির সভা সম্পন্ন হয়েছিল। ওই সময়ে সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে গভীর আলোচনা হয়। সভার দুই দিন পর, ভারতীয় মহিলা ক্রিকেট দলের কন্ট্রাক্ট ঘোষণা করা হয়। কিন্তু পুরুষ দলের কন্ট্রাক্ট এখনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, পুরুষ দলের সেন্ট্রাল কন্ট্রাক্ট-এ বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এই কারণে, কিছু বড় নাম বাদ পড়তে পারে। এদিকে, IPL-এর পর ইংল্যান্ড সফরে যাওয়ার আগে BCCI সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করতে পারে বলেও জানা গিয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X