বিয়ের আসরে বরকে জড়িয়ে ধরলেন কনে! ভাইরাল ভিডিও দেখে আবেগে ভাসলেন নেটনাগরিকরা

   

বাংলাহান্ট ডেস্কঃ চলতি সময়ে বিয়ের মরশুম হওয়ায়, সেলিব্রেটি থেকে শুরু করে আমজনতার বিয়ের নান মুহূর্তের ভিডিও ভাইরাল (viral video) হয়েছে স্যোশাল মিডিয়ায়। কখনও তা দেখে নেটনাগরিকরা নিজেদের পুরনো দিনের স্মৃতিচারণ করে নস্টালজিক হয়ে পড়েছেন আবার কখনও মনে পড়ে গিয়েছে নিজেদের সেই দিনটার কথা।

কথায় বলে, প্রেম অনেক কষ্টসাধ্য ব্যাপার। সত্যিকারের ভালোবাসা মানুষ অনেক কষ্ট করেই পায়। আর একবার সেই ভালোবাসার মানুষকে খুঁজে পেলে, আর সহজে কেউ হারাতে চায় না। বহু ঝড় ঝাপটা পেরিয়েও ধরে থাকতে চায়, সেই ভালোবাসার মানুষের হাতটা। আর যদি দীর্ঘদিনের প্রেম বিয়েতে পরিণত পায়, তাহলে সেই আনন্দের মুহূর্তটা সবকিছুকেই ছাপিয়ে যায়।

সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখে, আবারও আবেগঘন হয়ে পড়ল নেটিজনরা। দেখে নিন সেই ভিডিও-

https://www.facebook.com/GLOWINGSTARSGS/videos/158681875668740

দুবাড়ির সকলকে মানিয়ে যখন প্রেম বিয়েতে পরিণতি পায়, তখন এভাবেই আনন্দাশ্রু ঝরে পড়ে দুচোখ বেয়ে। ভালোবাসার মানুষকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার আনন্দে আর নিজেকে সামলে রাখতে পারলেন না এই বিয়ের কনে। সবার সামনেই জড়িয়ে ধরলেন নিজের এতদিনের ভালোবাসার মানুষটিকে।

বিয়ের আসরে বর কনেকে বিয়ের পিড়ি ধরে অনেক উপরে তুলে ধরছেন উপস্থিত ব্যক্তিরা। আর সেই উপরে উঠেই নিজেকে আর সামলাতে পারলেন না কনে। আবেগে ভেসে গিয়ে উপর থেকেই জড়িয়ে ধরলেন নিজের হবু বরকে। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতেই অঝোরে কেঁদে ফেললেন কনে। বিয়ের এই মিষ্টি মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে নেটনাগরিকরাও ফিরে গেল তাদের সেই বিয়ের দিনের স্মৃতিচারণায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর