কোটি কোটি কর্মসংস্থান, বিদেশ যেতে পারেন সরকারি কর্মীরা! বাজেট ঘোষণার পর বললেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এই আবহে আজ বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্য বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই ছিল রাজ্যসরকারের শেষ বাজেট। এদিন বিধানসভায় বাজেট বক্তৃতা শেষে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এটা কর্মসংস্থানমুখী বাজেট (Employment Oriented Budget)।

এদিন অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের শেষে মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) জানান, আর্থিকভাবে সীমিত ক্ষমতার মধ্যেই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে যথার্থ চেষ্টা করেছে সরকার। পাশাপাশি এদিন নিজের কথায় তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন। বলেন, আর্থিক অসুবিধার মধ্যেও সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন তৈরির কথা।

   

এদিন ষষ্ঠ বেতন কমিশনের সুবিধার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এর দ্বারা সরকারি কর্মচারীরা ব্যাঙ্ককে ঘুরতে যেতে পারেন। বলেন, ‘সরকারি কর্মচারীরা ব্যাংককে ঘুরতে যেতে পারেন। দশ বছরে একবার মালয়েশিয়ায় যেতে পারেন। শ্রীলঙ্কায় যেতে পারেন, বাংলাদেশে যেতে পারেন। ভুটান যেতে পারেন। তাদের এই সকল সুযোগ-সুবিধা রয়েছে।’

পাশাপাশি এবারের রাজ্য বাজেটকে কার্যত কর্মসংস্থানমুখী বাজেট বলে উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি মনে করি এই বাজেট কৃষক,যুবদের জন্য বাজেট। আমি মনে করি এটা কর্মসংস্থানমুখী বাজেট। এতে বিভিন্ন কাজের মাধ্যমে কোটি ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। কর্ম সৃষ্টি করাটাই আমাদের কাজ। সবাই ধন্যবাদ জানাচ্ছি বাজেটে অংশ নেওয়ার জন্য।’

mamata

জানিয়ে রাখি, এদিন বিধানসভায় বাজেট বক্তৃতায় রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য আরও ৩ ডিএ ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত, এদিন রাজ্য বাজেট পেশ করা কালীন তার মধ্যে ডিএ বৃদ্ধির কথা ছিল না। তবে বাজেট বক্তৃতার শেষে মুখ্যমন্ত্রী একটি চিরকুট তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। সেই চিরকুট অরূপবাবু পৌঁছে দেন অর্থমন্ত্রীকে। এর পরেই কার্যত ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে তিনি। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তত ১.৮৮ কোটি মহিলাকে যুক্ত করার সাথেই ৬০ বছর অতিক্রম করলে তাদের বার্ধক্য ভাতার কথাও ঘোষণা করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর