নতুন হেলিকপ্টারের পুজো দিতে মন্দিরে গেলেন ব্যক্তি, ৪৭ কোটির বাহনে লাগালেন টিকা

বাংলা হান্ট ডেস্ক: মূল্যবান কোনো জিনিস কেনার পর সেটির ব্যবহার শুরু করার আগে প্রত্যেকেই ঈশ্বরকে স্মরণ করে পুজোর ব্যবস্থা করেন। বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে কোনো গাড়ি কিংবা বাইক অথবা অন্য কোনো যানবাহন কিনলেও মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চল প্ৰচলিত রয়েছে। এমতাবস্থায়, এই পুজোকে “বাহন পুজো” হিসেবে অভিহিত করা হয়। তবে, এবার নতুন হেলিকপ্টার কিনে সেটিকে পুজো দিতে নিয়ে গিয়ে খবরের শিরোনামে উঠে এলেন এক ব্যক্তি। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

পুজো দিতে হেলিকপ্টার নিয়েই মন্দিরে পৌঁছে যান ওই ব্যক্তি: জানা গিয়েছে, তেলেঙ্গানার ব্যবসায়ী বোইনপল্লি শ্রীনিবাস রাও নিজেই ওই নতুন হেলিকপ্টারটি চালিয়ে মন্দিরে পৌঁছে যান। হায়দ্রাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়াদাদ্রির শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে পুজো দিতে আসেন তিনি। পাশাপাশি, তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেখানে। এদিকে, আস্ত হেলিকপ্টার নিয়েই পুজো দিতে আসার ফলে সেখানে উপস্থিত লোকজনও অবাক হয়ে যান।

শ্রীনিবাস একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির মালিক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শ্রীনিবাস রাও প্রতিমা গ্রুপ নামে একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির মালিক। তিনি তাঁর এয়ারবাস ACH-135-এ করে হায়দ্রাবাদ থেকে পরিবারের সঙ্গে ইয়াদাদ্রির শ্রীলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে পৌঁছন। জানা গিয়েছে এই হেলিকপ্টারটির দাম প্রায় ৫.৭ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৭ কোটি টাকা)।

মোট তিনজন পুরোহিত সমস্ত নিয়ম-কানুন মেনে ওই হেলিকপ্টারটির পূজো করেন। এদিকে, সেখানে মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল বিদ্যাসাগর রাও উপস্থিত ছিলেন। তিনি শ্রীনিবাস রাওয়ের আত্মীয় বলে জানা গিয়েছে। এদিকে, প্রতিমা গ্রুপ বিজনেস ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি, উৎপাদন এবং টেলিকম খাত জুড়ে ব্যবসা বিস্তৃত করেছে। শুধু তাই নয়, প্রতিমা গ্রুপ একটি মেডিক্যাল কলেজ খোলার পাশাপাশি তাদের অনেক হাসপাতালও রয়েছে।

এদিকে জানা গিয়েছে, শ্রীনিবাসের নতুন এই হেলিকপ্টারটিকে যেকোনো জায়গায় ল্যান্ড করানো যায়। পাশাপাশি, লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষেত্রেও এই হেলিকপ্টারের জুড়ি মেলা ভার। এয়ারবাস ওয়েবসাইটের মতে, এই আকাশযানটি লাইটওয়েট রোটরক্র্যাফ্টের মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়েছে। অপরদিকে, ইতিমধ্যেই এই হেলিকপ্টারটির “বাহন পুজো”-র ভিডিওটি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর