আগামী 22 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামের ঐতিহাসিক ভারত বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ম্যাচকে ঘিরে দেশজুড়ে সকল ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেটা বোঝা গেল এই ম্যাচের টিকিট বিক্রির চাহিদা দেখে। সিএবির তরফে এই ম্যাচের মোট টিকিটের 30% ছাড়া হয়েছিল অনলাইনে, তবে টিকিট ছাড়া সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গিয়েছে সেই সমস্ত টিকিট। টিকিট ছাড়ার পর প্রথম তিন দিনে টিকিট বিক্রির সংখ্যা 5905, এবং চতুর্থ দিনে টিকিট বিক্রি হয়েছে 3541 টি। আর এই বিশাল পরিমান টিকিটের চাহিদা দেখে বেশ খুশি সিএবি।
এর পাশাপাশি ইতিমধ্যে সিএবি তরফ থেকে চিঠি দিয়ে সমস্ত অন্তর্ভুক্তি ক্লাব গুলোকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন 14 ই নভেম্বরের মধ্যে জানিয়ে দেন যে তাদের কত গুলি করে টিকিট লাগবে এবং তাদের কাছ থেকে সেই রিপোর্ট জানার পরেই বাকি সমস্ত টিকিট সাধারণ দর্শকের জন্য ছেড়ে দেওয়া হবে। সিএবির বর্তমান সচিব অভিষেক ডালমিয়া টিকিট বিক্রি প্রসঙ্গে বলেছেন যে মুহুর্তের মধ্যে যে এইভাবে টিকিট বিক্রি হয়ে গেল এটা দেখে বেশ আশাবাদী আমরা।
দেশের মাটিতে প্রথম দিবা রাত্রি টেস্ট ম্যাচ আর এই টেস্ট ম্যাচের প্রথম তিন দিন খেলা দেখার জন্য যে দর্শকরা ব্যাপক পরিমাণে মাঠে আসবেন সেটা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে টিকিট বিক্রির চাহিদা দেখে।
ইডেনে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচের প্রথম দিন দর্শক হিসাবে উপস্থিত থাকবেন তিনজন ভিভিআইপি ব্যক্তিত্ব। তারা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতবর্ষের গৃহ মন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তিনজনের হাতে সিএবির তরফে তুলে দেওয়া হবে স্বর্ণমুদ্রা। এছাড়াও আরো যে সমস্ত বিশেষ অতিথিরা মাঠে উপস্থিত থাকবেন তাদের সকলের হাতে সিএবি তুলে দেবে 100 গ্রাম রুপোর কয়েন। এছাড়াও সিএবির সদস্যরা এই রুপোর কয়েনটি মুমেন্ট হিসাবে সিএবির কাছে দাম দিয়ে কিনে রাখতে পারবেন।