ভিসা বাতিলের জেরে বিপুল ক্ষতি হবে দেশের পর্যটন শিল্পে

বাংলাহান্ট ডেস্কঃ চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল।জানুয়ারিতে কেরালায় করোনাভাইরাস ভারতে প্রবেশ করেছিল এবং একমাসেরও বেশি পরে, লক্ষ লক্ষ ভারতীয়ের তদন্তের আওতায় করোনা ভাইরাসের ৭৩ টি নিশ্চিত ঘটনা দেখা গেছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পর্যটকদের জন্য ভিসা না দেওয়ার সরকারের সিদ্ধান্ত ক্ষতিগ্রস্থ হবে পর্যটন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের ইতিমধ্যে বহুল পরিমাণে ছড়িয়ে পড়া মেডিকেল ব্যবস্থা মারাত্মক ক্ষেত্রে বড় ধরনের সমস্যা মোকাবেলায় লড়াই করতে চাইবে।

Forts

নয়াদিল্লি থেকে বিদেশ মন্ত্রক বুধবার জানিয়েছে ১৫ ই এপ্রিল পর্যন্ত প্রায় সমস্ত ভিসা বাতিল করা হয়েছে, যা প্রায় ১ কোটি বিদেশী পর্যটকদের ভিসা বাতিল করবে । ফলে বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হবে দেশ। রাজস্থানের ফেডারেশন অফ হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম-এর সিইও রচনা সিংহ মতে বিপুল পরিমান ভ্রমন পরিকল্পনা বাতিলের ফলে ক্ষতি হবে পর্যটনের সাথে জড়িত মানুষদের।

ভারতের ঘরোয়া ভ্রমণ অপারেটরদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চেতন গুপ্ত আরও বলেন, ভিসা নিষেধাজ্ঞাকে পর্যটন ও ব্যবসায়িক ক্রিয়াকলাপকে “সর্বকালের নীচে” নেওয়ার ঝুঁকি রয়েছে।

 


সম্পর্কিত খবর