ডোনাল্ড ট্রাম্প আসার আগেই ভেঙে পড়লো মোতেরা স্টেডিয়ামের গেট, দেখুন ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল মোতেরা স্টেডিয়ামের (Motara Stadium) গেট। নির্মাণ কর্মীদের সামনেই ভেঙ্গে পড়ে এই গেট। আচমকাই স্টেডিয়াম প্রস্তুতির দায়িত্বে যারা ছিলেন, তাঁরা এই অস্থায়ী গেটটিকে ভেঙ্গে পড়িতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রস্তুতি শেষ হওয়ায় আগেই কেন এমন ঘটনা ঘটল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

চতাকে স্বাগত জানাচ্ছে সেজে উঠছে গোটা ভারত (India)। আমেদাবাদের (Ahmedabad) মোতেরা স্টেডিয়ামের (Motara Stadium) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাকে আমন্ত্রণ জানান। ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।

ভারতে এসে প্রথমে তিনি আমেদাবাদে যাবেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল রোড শোয়ের মাধ্যমে এয়ারর্পোট থেকে অনুষ্ঠান স্থলে যাবেন তিনি। অনুষ্ঠান শেষে সন্ধ্যেয় আগ্রা হয়ে নয়া দিল্লী যাবার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। নয়া দিল্লীতে তাঁকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হবে এবং ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেশীয় বিষয়ে আলোচনা হবে। ২৫ শে ফেব্রুয়ারী মধ্যরাতে তিনি আবার আমেরিকার (America) উদ্দ্যেশে রওনা দেবে।

ট্রাম্পের এই ভারত সফরে তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসবেন স্বয়ং মোদীজি। আলোচনার বিষয়বস্ত থাকবে, দেশের আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ছাড়াও দেশবাসীর নানান কল্যাণ মূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। ট্রাম্পের এই ভারত সফরের ফলে দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর

X