বাংলাহান্ট ডেস্ক : আজ ১৫ ই আগস্ট। সকল ভারতবাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত গৌরবের। দীর্ঘ দুইশ বছরের ইংরেজ শাসনকে পরাস্ত করে ১৯৪৭ সালের আজকের দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। শতাধিক বছরের স্বাধীনতার আন্দোলনে প্রাণ দিয়েছেন হাজার হাজার যুবক-যুবতী।
লক্ষ লক্ষ বীরের আত্মত্যাগে এসেছে মহাকাঙ্ক্ষিত স্বাধীনতা। স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি অফিস, এমনকি সাধারণ বসত বাড়িতেও সকালে উত্তোলিত হয়েছে জাতীয় পতাকা। দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তবে যে প্রশ্নটা মাঝেমধ্যেই ঘুরে ফিরে আসছে সেটা হল এবারের স্বাধীনতা ৭৬ তম না ৭৭ তম?
আমাদের দেশের স্বাধীনতার বয়সকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ২০২১ সালে এই বিতর্কের সূত্রপাত। সেই সময় কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে বলা হয়েছিল ২০২২ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ পালন করবে ৭৫ তম স্বাধীনতা দিবস। এরপর থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ভুল তথ্য দেওয়া ছিল সরকারি ওয়েবসাইটে।
আরোও পড়ুন : একদম ফ্রি! বন্দে ভারতে চড়তে গেলে লাগবে না এক পয়সাও, নয়া ঘোষণা রেলমন্ত্রীর
ভারতবর্ষ স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট। সেই দিনটি ছিল ভারতে প্রথম স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতার এক বছর পূর্ণ হয় ১৯৪৮ সালের ১৫ ই আগস্ট। অর্থাৎ ১৯৪৮ সালে ভারতবর্ষে প্রথম স্বাধীনতার বর্ষপূর্তি পালন করেছে। সেই হিসাবে এই বছর আমরা পালন করতে চলেছি ৭৭ তম স্বাধীনতা দিবস। তবে ভারতের স্বাধীনতা ৭৬ বছর পূর্তি হচ্ছে এই বছর।
অর্থাৎ আপনাকে কেউ জিজ্ঞাসা করলে বলতেই পারেন এ বছর আমরা ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করছি। তবে এই বছর ভারতের স্বাধীনতার ৭৬ বছর পূর্তি হল। তাহলে কি সরকারি ওয়েবসাইটে ভুল দেওয়া ছিল? উত্তরটা হ্যাঁ। অনেক সময় গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটে ভুল তথ্য প্রকাশ হয়ে থাকে। তাই কোনও কিছু বিশ্বাস করার আগে অবশ্যই অনুসন্ধান করে নেওয়া উচিত।