বাংলা হান্ট ডেস্ক: নিয়ম আগে থেকে থাকলেও সেই নিয়মে ছিল জটিলতা। এমতাবস্থায়, ওই জটিলতাকে দূর করে সবাই যাতে খাদ্য সুরক্ষার আওতায় আসতে পারেন সেটি নিশ্চিত করতেই এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের (Ration Dealers) গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আধার কার্ড না থাকলেও এবার সবাইকে রেশন (Ration) দেওয়ার বিষয়টি নজরে রাখতে হবে রেশন ডিলারদের।
উল্লেখ্য যে, গত ২৯ মার্চ দিল্লিতে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে বেশ কিছু বিষয় তুলে ধরেন রেশন ডিলাররা। সেখানেই সঞ্জীব চোপড়া জানান যে, এবার রেশন কার্ড না থাকলেও কোনোভাবে কাউকে রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্যে আধার যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এমন পরিস্থিতিতে, রেশন কার্ড নেই এমন গ্রাহকদের রেশন দিলে রাজ্যের খাদ্য দফতরের শাস্তির মুখে পড়ছেন রেশন ডিলাররা। এমতাবস্থায়, কেন্দ্রীয় সচিব জানিয়ে দিয়েছেন, এর আগেও বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে আধার ছাড়া রেশন পাবেন প্রত্যেকে।
এমনকি, দরকার পড়লে প্রতিটি রাজ্যের সরকারকে ওই বিজ্ঞপ্তির আরও একটি কপি পাঠানো হবে বলেও জানান খাদ্য সচিব। এই প্রসঙ্গে রেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আধার কার্ড না থাকার কারণে রেশন পেতে তীব্র সমস্যার সম্মুখীন হয়েছেন বহু সাধারণ মানুষ। এমতাবস্থায়, কোনো অসুবিধার কারণে কারোর আধার কার্ড না থাকলে তার জন্য তিনি রেশন পাবেন না এটা অমানবিক। তাই আমরা এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছিলাম। তারপরেই কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি।”
মূলত, রেশন ডিলাররা নিজেরাই উদ্যোগী হয়ে এহেন সমস্যার কথা কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে জানিয়েছিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিগত দিনগুলিতে আধার না থাকায় বহুসংখ্যক মানুষ খাদ্যসামগ্রী পাচ্ছিলেন না। আবার আধার কার্ড নেই এমন ব্যক্তিকে রেশন দিলে সংশ্লিষ্ট রেশন ডিলারকে খাদ্য দফতরের শাস্তির মুখে পড়তে হচ্ছিল। পাশাপাশি, কেন্দ্রের বিজ্ঞপ্তি সত্ত্বেও আধার নেই এমন ব্যক্তিকে রেশন দিতে বারণ করেছিল খাদ্য দফতর। এমতাবস্থায়, কেন্দ্র জানিয়েছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি হয়ত কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তির বিষয়ে অবগত নয়।