‘মেডিক্যাল ভর্তিতে ব্যাপক দুর্নীতি করেছেন জ্যোতি বসু’, এবার উদয়নের নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। একের পর এক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে শাসকদলের নেতা মন্ত্রী থেকে শুরু করে বহুজনার। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল (Trinamool Congress) শিবির। তবে শাসকদলও ছাড়ার পাত্র নয়, উল্টে বাম (CPM) সরকারের আমলে হওয়ার দুর্নীতির উদাহরণ নিয়ে হাজির তারা। এই আবহেই এবার ফের মুখে খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

এবার জ্যোতি বসুকে (Jyoti Basu) নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গের হেভিওয়েট এই নেতা। ঠিক কী বললেন তিনি? উদয়ন গুহ বলেন, ‘জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল। ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যারা ডাক্তারিতে সুযোগ পাননি। ”

তার অভিযোগ, সেই সময় যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলেকে সুযোগ করে দিয়েছিলেন জ্যোতি বসু। সেকেন্ড ডিভিশনে পাস করে আজ তিনি জ্যোতিবাবুর কোটায় ডাক্তার হয়েছেন।’ প্রসঙ্গত, এই প্রথম নয়, গত সপ্তাহেই নিজের বাবাকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন উদয়ন গুহ।

প্রসঙ্গত, একসময় ফরওয়ার্ড ব্লক করতেন উদয়নবাবু। তার বাবা প্রয়াত কমল গুহও সিপিএম জমানায় রাজ্যের মন্ত্রী ছিলেন। কিছুদিন আগে তাকে নিয়েই তির্যক মন্তব্য করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। নিজের মৃত বাবার প্রসঙ্গ টেনে উদয়ন বলেন, “আমার বাবা যখন বাম আমলে মন্ত্রী ছিলেন, তখন অনেক দপ্তরে নিয়োগ করেছিলেন। আগেও চাকরি দেওয়ার কাজ হতো, পরেও হবে।”

udayan

মন্ত্রীর এই মন্তব্যের পরই জোর সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। তবে বাবাকে নিয়ে নিজের করা মন্তব্যেই অনড় ছিলেন তিনি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আরেক অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। পূর্বেও তার মুখে বাম আমলে ‘‌কোটার চাকরি’‌র প্রসঙ্গ উঠে এসেছিল। এবার সরাসরি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে আক্রমণ শানালেন উদয়ন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর