বাংলাহান্ট ডেস্কঃ স্বদেশি (Indigenous) দ্রব্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার (Central Government)। সেই মতো প্যারামিলিটারি ক্যান্টিন থেকে বাতিল করার জন্য প্রায় ১০০০-এর বেশি জিনিসের তালিকা প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এই নিয়ম ১ লা জুন থেকে লাগু করাবার বিষয় ব্যহত হয়েছে। পূর্ণতা পায়নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পরিকল্পনা।
সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় আরএম মিনারকে
এই পরকল্পনা বাস্তবে রূপ না মেলার দায় ভার গিয়ে পড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ক্যান্টিনের প্রধান নির্বাহী আরএম মিনার উপর। শেষমেশ তাঁকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে ডিআইজি রাজীব রঞ্জন কুমারকে ওই পদে আগামী তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে।
হাজারোধিক পণ্যকে নিষিদ্ধ করা হয়েছে
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনের প্রধান নির্বাহী আরএম মিনারকে এই ঘটনার পর পিতৃ ক্যাডার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা, আরএম মিনার সম্প্রতি এক হাজারেরও বেশি আইটেমকে স্বদেশী হিসাবে তালিকাভুক্ত করে ক্যান্টিনে বিক্রি হওয়া পণ্যের তালিকা থেকে বাদ দিয়ে দেন।
আহ্বান জানানো হয় সৈন্যদেরও
গত ২৯ শে মে আধাসামরিক বাহিনী ক্যান্টিন থেকে প্রায় ১০২৬ টি বিদেশী পণ্য বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর ১ লা জুন থেকে ওইসব দ্রব্য বর্জনের নির্দেশ দেওয়া হয়েছিল। গত ১৩ ই মে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, ১৭০০ কেন্দ্রীয় পুলিশ বা সিএপিএফ ক্যান্টিনে এবার থেকে সমস্ত স্বদেশী পণ্য বিক্রয় করা হবে। জুতো, স্কেচার, রেড বুল ড্রিঙ্ক, বৈদ্যুতিন পণ্য, পোশাক, দাঁত পেস্ট, হ্যাভেলস পণ্য, হরলিকস, শ্যাম্পু, ব্যাগসহ বেশ কিছু বিদেশী পণ্য বর্জন করতে হবে। এমনকি সৈন্যদের বিদেশী পণ্য বর্জনের জন্য আহ্বানও করা হয়েছিল।
দেশীয় পণ্য কেনার নির্দেশ দেওয়া হয়
আধাসামরিক বাহিনীর সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, এনএসজি, আসাম রাইফেলস সব মিলিয়ে মোট প্রায় এক মিলিয়নেরও বেশি কর্মী রয়েছে। তাদের পরিবারের সদস্য মিলিয়ে মোট প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ কেন্দ্রীয় পুলিশ ক্যান্টিন থেকে কেনাকাটা করেন। এই বিষয়ের উপর প্রাধান্য দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে এবার থেকে এই জওয়ানরা দেশীয় পণ্য কিনবেন।
পণ্যগুলোকে ভাগ করা হয় তিন ভাগে
দেশীয় পণ্য ব্যবহারের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি বিভাগ তৈরি করেছেন। ভারতে তৈরি এবং ভারতীয় সংস্থার অন্তর্ভুক্ত পণ্যগুলোর উপর সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় বিভাগে, যেসকল পণ্য উৎপাদনের জন্য বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে, দেশেই উৎপাদন করা হয়। সেইসকল দ্রব্য বিক্রি করা যাবে। এবং তৃতীয় বিভাগে ছিল সম্পূর্ণ বিদেশী পণ্য। যা সম্পূর্ণ ভাবে বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।