বাংলা হান্ট ডেস্ক: ২৬ মে অর্থাৎ রবিবার চলতি মরশুমের IPL (Indian Premier League)-এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হতে চলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী চেন্নাইয়ের চিপকে এই ম্যাচ সম্পন্ন হবে। যেখানে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এমতাবস্থায়, দীর্ঘ লড়াই শেষে কোন দল হবে এবারের চ্যাম্পিয়ন এই প্রশ্নের উত্তর আর কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যে দল চ্যাম্পিয়ন হবে তারা প্রাইজ মানি হিসেবে পাবে বিপুল অর্থ। এর পাশাপাশি রানার্স দলও পাবে বড় আর্থিক পুরস্কার। শুধু তাই নয়, পার্পেল কাপ এবং অরেঞ্জ ক্যাপ যাঁরা পাবেন তাঁরাও হবেন মালামাল। এমতাবস্থায় চলুন জেনে নিই যে, IPL-এ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে প্রাইজ মানির পরিমাণ ঠিক কতটা হয়?
IPL-এর এই মরশুমে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পুরস্কার হিসেবে পাবে ২০ কোটি টাকা। অর্থাৎ, কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে কারা এই পুরস্কার জিতে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে, ফাইনালে রানার্স দলও পাবে মোটা অঙ্কের টাকা। যারা আজ হেরে যাবে তারা পাবে ১৩ কোটি টাকা।
আরও পড়ুন: ফাইনালে বড় চমক! খেলবেন এই তারকা প্লেয়ার, হায়দ্রাবাদের বিরুদ্ধে কিভাবে দল সাজাচ্ছে KKR?
এদিকে, IPL ২০২৪-এ তৃতীয় স্থানে থাকা দলটি পাবে ৭ কোটি টাকা। এর পাশাপাশি চতুর্থ স্থানে থাকা দল পাবে ৬.৫ কোটি টাকা। এছাড়াও, আমরা যদি অরেঞ্জ ক্যাপে বিজয়ী খেলোয়াড়ের আর্থিক পুরস্কারের দিকে তাকাই সেক্ষেত্রে এই পরিমাণ হল ১৫ লক্ষ টাকা। পাশাপাশি, পার্পেল ক্যাপ বিজয়ী খেলোয়াড়ের ক্ষেত্রেও এই সমমূল্যের আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন: ফাইনালের আগে KKR-এর কষ্টের স্মৃতি হাতড়ালেন কিং খান! জানালেন গম্ভীরকে ফিরিয়ে আনার কারণ
এছাড়াও, যিনি টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার হিসেবে বিবেচিত হবেন তিনি পাবেন ২০ লক্ষ টাকা। অন্যদিকে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তকমা যাঁর মিলবে তিনি পাবেন ১২ লক্ষ টাকা।