মহরমের ছুটির দিন বদলালেন মুখ্যমন্ত্রী, শীঘ্রই জারি হবে নতুন বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ মুসলিমদের সম্প্রাদায়ভুক্ত মানুষরা ‘মহরম”কে (muharram) শোকের দিন হিসেবে পালন করে আসে। আর এই বিশেষ দিনে প্রতিবারই রাজ্যে ছুটির থাকে। এবারেও ছুটি রয়েছে, তবে দিন পাল্টে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এই দিন বদল নিয়ে বৃহস্পতিবার নবান্ন থেকে অবগত করান। এবার ১৯ আগস্টের বদলে ২০ আগস্ট রাজ্যে মহমর পালিত হচ্ছে। আর ওই দিন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

ক্যালেন্ডার মতে এবছরের ১৯ আগস্ট ইসলাম মতে মহরম পালিত হওয়ার কথা। তবে তিথিতে কিছু হেরফেরের বদলে একদিন পর মহরম পালিত হবে। আর এই কারণেই সরকারের তরফ থেকে ছুটি ১৯ আগস্টের বদলে ২০ তারিখ রাখা হয়েছে।

অন্যদিকে, কেন্দ্র ২০ তারিখ মহরম হিসেবে ছুটি রেখেছে। তবে রাজ্যের তরফ থেকে ১৯ তারিখেই ছুটি ছিল। কিন্তু এবার রাজ্যও তিথি মতে ছুটির দিন বদলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এবার ১৯ তারিখের বদলে ২০ আগস্ট মহরমের ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিধিনিষেধ ৩০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও রাজ্যে লোকাল ট্রেন আপাতত চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নাইট কারফিউতে বদল এনে রাত ৯টার বদলে রাত ১১টা থেকে করার ঘোষণা করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর