চীনের দাদাগিরি রুখতে নিজেদের সীমায় আগত চাইনিজ বিমান তাড়া করল তাইওয়ান সেনা

বাংলাহান্ট ডেস্কঃ চীন (China) পুরোপুরি যুদ্ধের মুডে রয়েছে। কখনও ভারত (India), তো আবার কখনও তাইওয়ানকে (Taiwan) টার্গেট করছে। কখনও ভারতের সীমান্ত এলাকায় আচমকাই সংঘর্ষ চালাচ্ছে, তো আবার কখনও তাইওয়ানের আকাশে হুমকি স্বরূপ বিমান পাঠাচ্ছে।

চীনকে যোগ্য জবাব তাইওয়ানের
এবার চীনের পাঠানো বিমানকে তাইওয়ানের আকাশ থেকে তাড়া করল তাইওয়ান সেনা। প্রথমে সতর্ক করেও, ফল না মেলায় বাধ্য হয়ে তাইওয়ানের আকাশ থেকে তাড়িয়ে বার করল চাইনিজ বিমান। চীন তাইওয়ানকে নিজদের দখলে রাখতে চাইলেও, তাইওয়ান কখনই নিজদের স্বাধীনতায় চীনা হস্তক্ষেপ চায় না।

usa and china

তাইওয়ানকে চীনের হুমকি
একদিকে চীন সীমান্ত এলাকা দখলের লক্ষ্যে ভারতের সাথে সংঘর্ষ চালাচ্ছে, আর অন্যদিকে তাওয়ানকে নিজের অধীনে আনতে লাগাতার হুমকি দিয়ে চলেছে। তাইওয়ান দখলের লক্ষ্যে চীন প্রধান জিনপিং গত মাসেই তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়েছিল, ‘চুপচাপ আমার কথা শোন, নয়ত হামলা করে পুরোটা কবজা করে নেব’। এই ঘটনার পর থেকেই চীনের একাধিক যুদ্ধ বিমান এমনকি এসইউ-৩০ যুদ্ধ বিমানকেও তাইওয়ানের আকাশে উড়তে দেখা গিয়েছে।

চাইনিজ বিমান তাড়াল তাইওয়ান
তাইওয়ানের সীমায় প্রবেশ করতে চাওয়া চীনা বিমান বেশ কয়েকবারের চেষ্টায় শেষে তাইওয়ানের এয়ার রেঞ্জে প্রবেশ করে। এই ঘটনার পরই চীনের যুদ্ধ বিমানকে রেডিও পরিষেবা ব্যবহার করে বেরিয়ে যাওয়ার জন্য সতর্ক করে তাইওয়ান। কিন্তু চাইনিজ পাইলট তাওয়ানের সতর্কবার্তা না শুনে নিজের জায়গায় অবিচল থাকে। শেষে তাইওয়ান সেনা তাঁদের সীমার আকাশ থেকে চাইনিজ বিমানকে তাড়িয়ে বের করে দেয়।


Smita Hari

সম্পর্কিত খবর