কাশ্মীরের কনকনে ঠাণ্ডা চিন্তায় রাখছে মোহনবাগান কোচ কিবু ভিকুনাকে।

এই মুহুতে ঠান্ডায় কাঁপছে পুরো দেশ, সেই সাথে ঠাণ্ডায় কাঁপছে শ্রীনগর। শ্রীনগরের তাপমাত্রা এতটাই যে হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে তাপমাত্রা। আর এই ভয়ঙ্কর ঠাণ্ডায় আগামী 5 তারিখ আইলীগের ম্যাচে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে রিয়েল কাশ্মীর এর। আর রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে খেলার জন্য আজকেই দিল্লী হয়ে কাশ্মীর পাড়ি দিল পুরো মোহনবাগান দল।

শ্রীনগরে যখন মোহনবাগান মুখোমুখি হবে রিয়েল কাশ্মীরের। সেই সময় সেখানকার তাপমাত্রা থাকবে 2 থেকে 3 ডিগ্রীর কাছাকাছি। আর সেই জন্যই এই মুহূর্তে প্রতিপক্ষের থেকেও মোহনবাগান কোচ কিবু ভিকুনার কাছে বড় চ্যালেঞ্জ ঠান্ডা মোকাবিলা। তীব্র ঠান্ডার কথা হবে ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে ফুটবলারদের জন্য ইনার, গ্লাভস এবং টুপির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও এই ভয়ঙ্কর ঠান্ডার কথা ভেবে চিন্তায় রয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা।

124915 nljcrabiyd 1564760184

শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে সদ্য মোহনবাগানে যোগ দেওয়া তারকা স্ট্রাইকার বাবা দিওয়ারা। পুরোপুরি 90 মিনিট খেলার মতো পরিস্থিতি না হলেও এইদিন শুরু থেকেই মাঠে নামতে পারেন বাবা দিওয়ারা। অপরদিকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও কাশ্মীরে নিয়ে যাওয়া হয়নি সদ্য মোহনবাগানের যোগ দেওয়া আরেক স্ট্রাইকার কমরন কে।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর