বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার আইটি এবং হেলথকেয়ার সলিউশন কোম্পানি স্যাজিলিটি লিমিটেডের শেয়ারের (Share Market) দাম ১২.৬৬ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৫৭.৯০ টাকায় পৌঁছে যায়। কোম্পানিটি সেপ্টেম্বর ত্রৈমাসিকের শক্তিশালী ফলাফল প্রকাশ করার এবং FY ২৬ গাইডেন্স বৃদ্ধির ঘোষণা করার পরে এহেন বৃদ্ধি পরিলক্ষিত হয়। তবে, বাজার বন্ধের সময়ে এই সংস্থার শেয়ার ৭.১৩ শতাংশের বৃদ্ধির সঙ্গে ৫৪.৫৪ টাকায় দাঁড়িয়ে থাকে।
এই কোম্পানির স্টকে (Share Market) রকেটের গতি:
কোম্পানিটি তার মুনাফা দ্বিগুণ করেছে: জানিয়ে রাখি যে ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে, সেজিলিটির নিট প্রফিট ছিল ২৫১ কোটি টাকা। যা আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে রেকর্ড করা ১১৭ কোটি থেকে দ্বিগুণ বা ১১৪ শতাংশ বেশি। কোম্পানির রেভিনিউ হল ১,৬৫৮ কোটি টাকা। যা বার্ষিক তুলনায় ২৫.২ শতাংশ বেশি।

এছাড়াও, EBITDA হল ৪১৫ কোটি টাকা। যেখানে ৩৭.৭. শতাংশের বৃদ্ধি ঘটেছে। এদিকে, EBITDA মার্জিন ২২.৭ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ হয়েছে। ম্যানেজমেন্ট ঘোষণা করেছে যে তারা ২০২৬ অর্থবর্ষের জন্য রেভিনিউ গ্রোথ গাইডেন্স ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ এবং EBITDA মার্জিন গাইডেন্স ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে।
আরও পড়ুন: আম্বানির নিরাপত্তায় NSG কমান্ডো ছাড়াও আর কারা থাকেন? কত বেতন পান তাঁরা? জানলে চমকে উঠবেন
ব্রোকারেজের মতামত: ইতিমধ্যেই জেফ্রিজ স্যাজিলিটিতে “বাই” রেটিং বজায় রেখেছে এবং তাদের টার্গেট প্রাইস (Share Market) ৫৪ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করেছে। ব্রোকারেজ জানিয়েছে যে কোম্পানির আয় প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ রয়েছে।
আরও পড়ুন: দেখেশুনে করুন প্রয়োজনীয় কাজ! নভেম্বরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে জানুন ছুটির তালিকা
ইতিমধ্যেই জেএম ফাইন্যান্সিয়াল এই শেয়ারের (Share Market) ওপর “বাই* রেটিং এবং প্রতি শেয়ারের টার্গেট প্রাইস ৬৬ টাকা নির্ধারণ করেছে। ব্রোকারেজের মতে, শক্তিশালী আর্নিং ভিজিবিলিটি, হাই ক্যাশ কনভারশন এবং ২০২৬-২০২৮ অর্থবর্ষে ২৭ শতাংশ EPS CAGR কোম্পানির জন্য ইতিবাচক লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। মোট ৭ জন বিশ্লেষক এই শেয়ারের ওপর কভারেজ প্রদান করেছেন। তাঁদের প্রত্যেকেরই “বাই” রেটিং রয়েছে। এদিকে, IIFL সিকিউরিটিজ এই শেয়ারের সর্বোচ্চ টার্গেট প্রাইস নির্ধারণ করেছে। যা হল ৭০ টাকা।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)













