বাংলা হান্ট ডেস্ক: পুরুষ ও মহিলাদের জন্য ফ্লেভার্ড কন্ডোম প্রস্তুতকারী সংস্থা Anondita Medicare Ltd-এর স্টক শেয়ার বাজারে (Share Market) আসার পর থেকেই তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার NSE-তে এই সংস্থার স্টকের দাম ৫ শতাংশ বেড়ে ১০১৭.১৫ টাকায় দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এই স্টক বাজারে তালিকাভুক্ত হয়। গত ৪ মাসে এই কন্ডোম প্রস্তুতকারী সংস্থার স্টকের দাম ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। বুধবার এই স্টকের দাম ৫২ সপ্তাহের নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
শেয়ার বাজারে ঝড় তুলেছে এই স্টক (Share Market):
IPO-তে শেয়ারের দাম ছিল ১৪৫ টাকা: উল্লেখ্য যে, Anondita Medicare Ltd-এর IPO-তে কোম্পানির স্টকের দাম ছিল ১৪৫ টাকা। কোম্পানির IPO গত ২২ অগাস্ট, ২০২৫ তারিখে বিডিংয়ের জন্য খোলা হয়েছিল এবং ২৬ অগাস্ট পর্যন্ত খোলা ছিল। এই সংস্থার স্টক গত ১ সেপ্টেম্বর বাজারে তালিকাভুক্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে এই স্টকের দাম ১০১৭.১৫ টাকায় পৌঁছেছে। ১৪৫ টাকার ইস্যু প্রাইসের বিপরীতে কোম্পানির শেয়ারের দাম ৬০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। এই কোম্পানির স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ২৬১.৭৫ টাকা।

প্রথম দিনেই দ্বিগুণ হয় বিনিয়োগ: জানিয়ে রাখি যে, গত ১ সেপ্টেম্বর NSE-তে Anondita Medicare Ltd-এর স্টক তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পরই ওইদিন এই স্টকের দাম ৯০ শতাংশ বেড়ে ২৭৫.৫০ হয়। শুধু তাই নয়, কোম্পানির স্টকের দাম বেড়ে ২৮৯.২৫ টাকাতেও পৌঁছে যায়। ১৪৫ টাকার ইস্যু প্রাইসের পরিপ্রেক্ষিতে প্রথম দিনেই কোম্পানির শেয়ারের দাম ১০০ শতাংশ বৃদ্ধি পায়। উল্লেখ্য যে, Anondita Medicare Ltd-এর IPO ৩০০.৮৯ গুণ সাবস্ক্রাইব হয়েছে। যেখানে সাধারণ বিনিয়োগকারীরা ২৮৬.২০ গুণ সাবস্ক্রাইব করেছেন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ক্রেডিট কার্ড ব্যবহার করার সময়ে করবেন না এই ভুলগুলি, নাহলেই পড়বেন দুর্ভোগে
কোম্পানিটি কী করে: Anondita Medicare Ltd ফ্লেভার্ড কন্ডোম তৈরি করে। এই কোম্পানিটি COBRA ব্র্যান্ড নামে তার প্রোডাক্ট বিক্রি করে। জানা গিয়েছে, কোম্পানিটি বছরে ৫৬২ মিলিয়ন কন্ডোম তৈরি করে। কোম্পানির কারখানাটি নয়ডায় অবস্থিত। Anondita Medicare Ltd দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে তার প্রোডাক্ট রফতানি করে।
আরও পড়ুন: ২০২৫ সালে ক্রিকেটে এই ৫ বিশ্বরেকর্ড, যেগুলি ভেঙে ফেলা অসম্ভব! তালিকায় রয়েছে বৈভবের কৃতিত্বও
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












