প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশের আগেই শুরু বিতর্ক, ট্যুইট যুদ্ধে নামলেন ভাই বোন

বাংলাহান্ট ডেস্কঃ প্রকাশিত হওয়ার আগেই সংবাদ শিরোনামে প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস’। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীর এই তৃতীয় খণ্ড প্রকাশ করা নিয়েই বাকযুদ্ধ বেঁধে গেল রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এবং কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের মধ্যে।

সূত্রের খবর, প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীর এই শেষ খন্ডে এমন কিছু বিষয় উল্লেখ করা হচ্ছে, যা নিয়েই বিতর্কের সূত্রপাত। যে কারণে বইটি ছাপার কাজ স্থগিত হয়ে রয়েছে। জানা গিয়েছে, এই বইতে অর্থাৎ আত্মজীবনীর এই শেষ ভাগে প্রাক্তন রাষ্ট্রপতি সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে দায়ী করেছেন কংগ্রেসের ক্ষমতাচ্যুত হওয়ার জন্য।

এদিকে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র এবং কন্যা, অর্থাৎ অভিজিৎ মুখোপাধ্যায় এবং শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দুজনেই কংগ্রেসের সদস্য। সেকারণেই অভিজিৎ মুখোপাধ্যায় মঙ্গলবার এক ট্যুইট করে লেখেন, ‘আমার লিখিত অনুমতি না নিয়েই বেশ কিছু মিডিয়া হাউস ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোয়ার্স’-এর কিছু অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাপাচ্ছে। তাই এই বইয়ের লেখকের ছেলে হয়ে অনুরোধ করছি, এই আত্মজীবনী প্রকাশ করা দয়া করে বন্ধ করুন’। সেইসঙ্গে প্রকাশককে চিঠি লিখে জানান, ‘বাবা তো এখন আর বেঁচে নেই। তাই তাঁর বই প্রকাশ করার আগে একবার পড়ে দেখা উচিত আমার’।

অভিজিৎ মুখোপাধ্যায়ের এই ট্যুইটেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই ভাই বোন। দাদা অভিজিৎ মুখোপাধ্যায়ের এই ট্যুইট দেখে বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় পাল্টা ট্যুইট করে লেখেন, ‘বইটির নাম ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোয়ার্স’ নয় দাদা, নামটা ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস’। এই বইয়ের লেখকের মেয়ে হয়ে আমি বলছি, এই বইটির চূড়ান্ত খসড়ায় বাবার লেখা কমেন্ট ও নোট রয়েছে। তবে বাবা যা লিখেছেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। সস্তার প্রচার পাওয়ার জন্য অযথা বই ছাপানো বন্ধ করো না দাদা’।


Smita Hari

সম্পর্কিত খবর