করোনার জেরে বন্ধ থাকবে ICDS কেন্দ্র, চালডাল বাড়িতে পৌঁছে দেবে কর্মীরা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) আতঙ্কে ভিত হয়ে আছে গোটা বিশ্ব। তাঁর সঙ্গে আতঙ্কিত এই রাজ্যও (West Bengal)। রাজ্যের মানুষজনকে অযথা আতঙ্কিত হতে বারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে সুস্থ রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ শে মার্চের বদলে ১৫ ই এপ্রিল পর্যন্ত রাখার নির্দেশও দিয়েছেন।

mamata banerjee 650x400 81449933944 1

পিছিয়ে যাছে পুরভোটও। রাজ্যের গৃহিত সিদ্ধান্তে একমত হয়েছেন বিরোধীরাও। তাঁদের দাবী ভাইরাসের মোকাবিলা করার জন্য রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা তাতে এক মত থাকব। এই ভয়াবহ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, ‘এই সময়ে ICDS কেন্দ্র বন্ধ থাকার দরুণ কর্মীরা রাজ্যের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল পৌঁছে দেবেন। এবং যেসকল কর্মী করোনার আবহে প্রশাসনিক কাজ করবেন, তাঁদের সকলকে অতিরিক্ত বিমা তৈরি করে দেবে সরকার’।

রাজ্যবাসীকে সতর্ক থাকার আদেশ দেন মুখ্যমন্ত্রী। এক সাংবাদিক বেঠক করে স্কুল কলেজের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। এর পাশাপাশি তিনি জানান, ‘ ইতিমধ্যেই ৩ লক্ষ ২৪ হাজার মানুষের স্ক্রিনিং করা হয়েছে রাজ্যে। রাজ্যের ৪ জায়গায় এই রোগের পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে ১০ হাজার থার্মাল গান এবং ২ লক্ষ N95 মাস্ক’।

corona virus 2 1

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন স্কুল কলেজের সাথে সাথে বিভিন্ন শপিংমল, সিনেমা হল, রিয়্যালিটি শো-এর শুটিং, অডিটোরিয়ামও বন্ধ রাখতে হবে আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সকারের তরফ থেকে ২০০ কোটি টাকার তহবিল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। বেসরকারী হাসপাতালগুলোকে নির্দেশ দেন কোন করোনা আক্রান্ত রোগীকে যেন ফিরে দেওয়া না হয়, তাঁর যেন যথাযথ চিকিৎসা করা হয়।


Smita Hari

সম্পর্কিত খবর