বড় জয় রাজ্যের, উচ্চ প্রাথমিকে নিয়োগের স্থগিতাদেশ তুলে নিল আদালত

বাংলাহান্ট ডেস্কঃ জট কাটল রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার। মামলায় ইন্টারভিউ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High court)। আদালতের এই সিদ্ধান্তে সরকার থেকে চাকরিপ্রার্থী সকলের মুখেই দেখা গেল হাসির ঝিলিক।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর শিক্ষক নিয়োগের ঘোষণার পর ইন্টারভিউ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু প্রকাশিত তালিকা ঘিরেই বিক্ষোভ দেখা দেয় পরীক্ষার্থীদের মধ্যে। যা নিয়ে ফের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাই কোর্টের মামলা দায়ের করেছিলেন পরীক্ষার্থীরা।

এই মামলার শুনানিতে আদালত জানিয়েছিল, পরীক্ষার্থীদের নাম নম্বর-সহ নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি যারা ইন্টারভিউয়ে সুযোগ পাননি, তাদের নামও প্রকাশ করতে হবে। আর এই কাজ সাত দিনের মধ্যে না করলে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করার কথা বলা হয়েছিল। আদালতের এই সিদ্ধান্ত শুনেই বৃহস্পতিবার দুপুরের মধ্যে বিস্তারিত নম্বর-সহ প্রায় ১ লক্ষ ৩২ হাজার জনের ইন্টারভিউ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

কমিশনের এই আচরণ দেখে স্থগিতাদেশ প্রত‍্যাহারের রায় দেন কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে জানান, এই বিষয়ে আর কোন বাধা নিষেধ থাকছে না। প্রয়োজনে রাজ‍্য সরকার শনিবার থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। পাশাপাশি তিনি আরও জানান, এই নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ নিয়ে যে প্রার্থীরা অভিযোগ করেছিলেন, কমিশনের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলে সবটা মিটিয়ে নিতে হবে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর