বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনলাইন শপিংয়ের (Online Shopping) প্রতি আকৃষ্ট হচ্ছেন সকলেই। যার মাধ্যমে বাড়িতে বসেই মোবাইলের একটি ক্লিকের মাধ্যমে আপনার পছন্দের জিনিস সরাসরি পৌঁছে যায় বাড়িতে। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে মোবাইল, টিভি, ফ্রিজ এমনকি ওষুধ পর্যন্ত পাওয়া যায় অনলাইনে। এক কথায়, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের বিপুল সম্ভার থাকে অনলাইন বিপণন সংস্থাগুলির ওয়েবসাইটে।
তবে, এবার জনপ্রিয় অনলাইন বিপণনকারী সংস্থা Amazon-এ গোবরের ঘুঁটে কিনে অদ্ভুত এক রিভিউ লিখে সকলকে আকৃষ্ট করেছেন এক ব্যক্তি। মূলত, বিভিন্ন পুজো এবং ধর্মীয় কাজে গোবর প্রয়োজন হওয়ায় Amazon-এ ঘুঁটে বিক্রি হলেও ওই ব্যক্তি তা পুজোর কাজে ব্যবহার না করে সরাসরি চেখে দেখেন। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা তিনি ঘটিয়েছেন। শুধু তাই নয়, সেটি খাওয়ার পরে তাঁর অভিজ্ঞতাটিও রিভিউয়ের আকারে শেয়ার করেন তিনি। যা দেখে হুঁশ উড়ে গিয়েছে সকলের।
ইতিমধ্যেই ড: সঞ্জয় অরোরা নামের এক টুইটার ব্যবহারকারী এই প্রসঙ্গে একটি স্ক্রিনশট সামনে আনেন টুইট মারফত। যেখানে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। মূলত, যে ব্যক্তি ঘুঁটেটি চেখে দেখেছিলেন তাঁর অনুভূতিটি পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা ছিল রিভিউটিতে। তাতে লেখা ছিল “যখন আমি এটি খেয়েছিলাম তখন এটির স্বাদ খুব খারাপ ছিল। এর স্বাদ ছিল অনেকটা ঘাসের এবং কাদার মত।”
পাশাপাশি, সেখানে আরও লেখা ছিল যে, “এটা খেয়ে আমার পেট খারাপ হয়ে যায়। দয়া করে, এটি আরও পরিষ্কার ভাবে তৈরি করুন। এমনকি, এটির কুড়কুড়ে স্বাদের প্রতিও একটু নজর দিন।” এদিকে, এই অদ্ভুত রিভিউটির স্ক্রিনশট শেয়ার করে সঞ্জয় অরোরা ক্যাপশন হিসেবে লিখেছেন, “এটাই আমার ভারত। আমি আমার ভারতকে ভালোবাসি।” এমতাবস্থায়, এই রিভিউ দেখে হতবাক হয়েছেন সকলেই।
Ye mera India, I love my India…. 🙂 pic.twitter.com/dEDeo2fx99
— Dr. Sanjay Arora PhD (@chiefsanjay) January 20, 2021
উল্লেখ্য যে, Amazon-এ এই পণ্যটি প্রতিদিনের পুজো এবং ধর্মীয় কাজের জন্য বিক্রি করা হয়েছিল। যদিও, ওই গ্রাহক তা কৌতূহলবশত চেখে দেখেন। এমতাবস্থায়, স্বাদ ভালো না লাগায় তিনি রিভিউয়ের মাধ্যমে স্পষ্টভাবে তাঁর অনুভূতি শেয়ার করেন। আর সেই রিভিউটিই এখন উঠে এসেছে খবরের শিরোনামে।