করোনা মোকাবিলায় তৎপর প্রশাসন, প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণ ঠিক করে দিল কলকাতা পুলিশ

   

বাংলাহান্ট ডেস্কঃ মা আসছেন। কিন্তু উৎসবের আনন্দে মাতোয়ারা বাঙালীর মন থেকে করোনা ভয় এখনও সম্পূর্ণ রূপে বিলীন হয়ে যায়নি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভ্যাকসিনেশন জোরকদমে চললেও, দুর্গা পুজোর (durga puja) দিনগুলোতে জারী করা হয়েছে ১ দফা নির্দেশিকা।

এবার প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণ নির্ধারণ করে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। শহর কলকাতায় প্রায় ২৭০১টি দুর্গাপুজো হয়ে থাকে। করোনা আবহের কথা মাথায় রেখে প্রতিমা দর্শনের নির্দেশিকার পাশাপাশি এবার তাই নিরঞ্জনের দিনক্ষণ নির্ধারণ করা হল।

durga puja significance celebrations and rituals

১৫ ই অক্টোবর দশমী থেকে ১৮ ই অক্টোবর অর্থাৎ সোমবারের মধ্যে প্রতিমা নিরঞ্জন করতে হবে। এই চারদিন বরাদ্দ করা হয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য। এই বিষয়েই বৃহস্পতিবার পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra) বৈঠক করেন কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে।

গত বছর ভরা করোনার মধ্যে উৎসবের দিনগুলোতে বেশকিছু নির্দেশিকা জারী করা হয়েছিল। যার কারণে দিন হোক বা রাত, রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা কিছু কম লক্ষ্য করা গিয়েছিল। তবে এবারেও বিধি নিষেধ জারি করলেও, রাস্তাঘাট এবং পুজো মণ্ডপগুলিতে গতবারের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

PTI09 08 2020 000060B 1597671035538 1597671068617

সেই কারণে রাস্তাঘাটের ভিড় এড়াতে ট্র্যাফিক ম্যানেজমেন্টের উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। সেইসঙ্গে কলকাতার গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্র্যাফিক পুলিশের সঙ্গে থাকবে ল অ্যান্ড অর্ডার ফোর্সও। দিনের বেলাতেও অনেক মানুষ বেরোতে পারে সেই ধারণা করে, দিনের বেলাতেও বেশি পরিমাণে পুলিশ পোস্টং-র ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন সৌমেন মিত্র।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর