বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) সংক্রমণ নিয়ে রাজ্যবাসী নাজেহাল হয়ে উঠেছে। এবার পশ্চিমবঙ্গে (West Bengal) মারণ ভাইরাস নিয়ে নতুন রেকর্ড গড়ল। রবিবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। যা এপর্যন্ত সর্বোচ্চ।
এদিনও সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৭৮ জন। একদিনে সুস্থতাতেও রেকর্ড হয়েছে এদিন। সুস্থ হয়েছেন মোট ১,৩৪৪ জন।
জানা গিয়েছে, নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২,৪৮৭। মৃত্যু ছাড়াল ১,১০০। মোট মৃত ১,১১২ জন। করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ১৬,৪৯২ জন।
এদিন মৃতদের মধ্যে ১৫ জনই কলকাতায়। উত্তর ২৪ পরগনায় ৯ জন। এই ২ জেলায় আক্রান্তের হারও সব থেকে বেশি। কলকাতায় রবিবার ৬৬২ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। আর উত্তর ২৪ পরগনায় নতুন রোগী ৫৪৪ জন।
হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় রবিবার মারা গিয়েছেন ৩ জন করে। সেখানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৯১ ও ১৫২। এছাড়া রবিবার ৪ জনের মৃত্যু হয়েছে হুগলিতে। আক্রান্ত হয়েছেন ৮৫ জন।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে করোনায় ১ জনকে মারা গিয়েছেন। উত্তর বঙ্গে দক্ষিণ দিনাজপুরে রবিবার ১৪২ জন নতুন রোগীর খোঁজ মিলেছে। মালদায় একদিনে আক্রান্ত ৮৯।