বাংলাহান্ট ডেস্কঃ হিন্দু শাস্ত্র মতে মহাদেব শিবের (shiva) আদিগুরু রূপ হল যোগী। এই রূপেই মহাদেবের প্রথম আবির্ভাব হয়েছিল।
মহাদেবের সেই যোগী রূপের আদলেই তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তৈরি করা হয়েছে আদিযোগী শিবের মূর্তি (Adiyogi Shiva statue)। বিশ্বের বৃহত্তম অর্ধমূর্তি হল আদিযোগী শিবের মূর্তি।
প্রায় ৫০০ টন ওজনের শিবের এই মূর্তিটি সম্পূর্ণটাই স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এই মূর্তির উচ্চতা ১১২ ফুট, চওড়ায় ২৪.৯৯ মিটার।
মহাদেবের এই মূর্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসও জায়গা করে নিয়েছে। ঈশা ফাউন্ডেশনের সাদগুরু যোগী বাসুদেব মহাদেবের এই মূর্তির ডিজাইন বানিয়েছেন।
২০১৭ সালের ২৪ শে ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আদিযোগী শিবের মূর্তি উদ্বোধন করেছিলেন।
মহাদেবের এই মূর্তির কারণেই কোয়েম্বাটুরের এই স্থান অন্যতম দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। এই স্থানের ভগবান শিবের মূর্তির সৌন্দর্য দেখার জন্য অসংখ্য ভক্তগণ এসে ভিড় করেন।