করোনার কারনে মহিলা ক্রিকেটের উন্নতি দু’বছর পিছিয়ে গেল, মিতালি রাজ।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে সমস্ত ধরনের খেলাধুলা, বন্ধ রয়েছে ক্রিকেট। আর ক্রিকেট বন্ধ থাকার জন্য অনেকটাই ক্ষতি হয়ে গেল ক্রিকেটারদের। এই প্রসঙ্গে ভারতীয় মহিলা ওয়ানডে দলের অধিনায়ক মিতালি রাজ বলেছেন যে, করোনার কারণে বিরাট ক্ষতি হয়ে গেল মহিলা ক্রিকেটের। দুই বছর পিছিয়ে গেল মহিলা ক্রিকেট।

বৃহস্পতিবার একটি ক্রিকেটীয় অনুষ্ঠানে এসে মিতালি রাজ বলেছেন যে, করোনা ভাইরাসের কারণে মহিলা ক্রিকেটের উন্নতি বছর দু’য়েক পিছনে চলে গেল। মিতালি রাজ বলেছেন 2017 ওয়ানডে বিশ্বকাপে আমরা দারুণ সফল হয়েছিল, এছাড়াও 2020 টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা সফল হয়েছিলাম। আর এইসব সাফল্যের জন্য মহিলা ক্রিকেটের যে উন্নতি হয়েছিল করোনা ভাইরাসের কারণে সেই উন্নতি আরো অনেকটা পিছিয়ে গেল।

9474909161ffdbbbccc3bfab295df5408138e18a571765845110afd5d80e9d8b2fa7e588

37 বছর বয়সী মিতালি রাজ বলেছেন যে আমি ভারতীয় বোর্ডের কাছে আবেদন করেছিলাম যে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের উন্নতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যাতে একটা আলাদা ক্যালেন্ডার তৈরি করে। এই ব্যাপারে বোর্ডের সঙ্গে আমার আলোচনাও হয়েছিল কিন্তু করোনার কারণে এখন সেই সমস্ত পরিকল্পনা থমকে রয়েছে। তবে আমি আশা করছি এই করোনা ভাইরাস কাটিয়ে আবার সবকিছু নতুনভাবে শুরু হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর