বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে ইউক্রেনে হামলার পর বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। যদিও, সেই আবহেই ভারতের সঙ্গে বাণিজ্যের পথ সম্প্রসারিত করছে রাশিয়া। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, রাশিয়া ভারতকে অপরিশোধিত তেলের বিপরীতে ডলার বা ইউরোতে অর্থ পরিশোধের ক্ষেত্রে বিকল্প পথ খুঁজে দিয়েছে।
এছাড়াও, রাশিয়া ভারতকে আরও জানিয়েছে যে, তারা অন্যান্য সমস্ত পণ্য ও পরিষেবার ক্ষেত্রে রুপি-রুবেলের বিনিময় হারে (Exchange Rate) বাণিজ্য করতে প্রস্তুত। তথ্য অনুযায়ী, রাশিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের আধিকারিকরা এবং এসবার ব্যাঙ্কের প্রতিনিধিরা, ভারতে তাঁদের সমকক্ষ আধিকারিকদের সাথে, গত সপ্তাহে এই বিষয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন করেছেন। এছাড়াও, রাশিয়ার ব্যাঙ্ক আধিকারিকরা ভারতের অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন।
উল্লেখযোগ্যভাবে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন হামলার পরে, ভারত এবং রাশিয়ার মধ্যে প্রচুর বাণিজ্যের বিস্তার ঘটেছে। পাশাপাশি, বিশ্বের বাকি দেশগুলির চাপের পরোয়া না করেই ভারত রাশিয়া থেকে ক্রুড তেল ক্রয় করছে এবং বিনিময়ে রাশিয়াও ভারতকে তেলের ওপর ছাড় দিচ্ছে।
মূলত, বিশ্বের মঞ্চে, ভারত স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, তারা রাশিয়ার সাথে বাণিজ্য বন্ধ করতে পারবে না। কারণ ভারত সামরিক সরঞ্জামের জন্যও রাশিয়ার উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে যখন চিন তার সামরিক শক্তি বাড়াচ্ছে, তখন রাশিয়ার অস্ত্রের ওপর ভারতের নির্ভরতাও বেড়েছে।
তবে, নতুন এই চুক্তির ভাল দিক হল যে, রাশিয়া ভারতে অন্যান্য পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে রুবেল এবং রুপির মধ্যে লেনদেনের অনুমোদন দিয়েছে। এমতাবস্থায়, যদি উভয় দেশ এই চুক্তিতে সহমত পোষণ করে, তাহলে আন্তর্জাতিক বাজারে রুপির দাম বাড়বে। যা সরাসরি ভারতের অর্থনীতিকেও লাভবান করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ঘাটতির পরিমান হল ৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ৩ বিলিয়ন ডলারের ঘাটতি শুধু তেল থেকেই এসেছে। এমতাবস্থায়, ভারত তেল বাদ দিয়ে বাকি দুই বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে।