তৃণমূলের জন্য দরজা খোলা রয়েছে, বিজেপিকে হাটাতে এমনই বার্তা দিলেন ত্রিপুরার মহারাজা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (tmc) জন্য দরজা খোলা আছে- মঙ্গলবার গুয়াহাটি থেকে এমনটাই জানালেন মহারাজা প্রদ্যোত্‍ কিশোর দেববর্মন (Pradyot Kishore Debbarman)। উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে বিজেপির একচেটিয়া আধিপত্যে আঘাত হানাই এখন প্রধান লক্ষ্য বলেও জানালেন তিনি।

গত বছর সেপ্টেম্বরেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে, নতুন দল গড়েছিলেন প্রদ্যোত্‍ কিশোর দেববর্মন। এরপর এপ্রিলের নির্বাচনে বিজেপি, সিপিএমকে জোর ধাক্কা দিয়ে এডিসি দখল করেছিল প্রদ্যোত্‍-র নতুন দল তিপ্রা মথা।এমনকি গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিও তুলেছিল তাঁর এই নতুন দল।

মঙ্গলবার গুয়াহাটিতে নতুন মঞ্চ তৈরি করে তিপ্রা মথা নেতা প্রদ্যোত্‍ এবং অসম জাতীয় পরিষদের নেতা লুরিনজ্যোতি গগৈ বার্তা দেন, উত্তর-পূর্বে যে দল শাসন করছে, তাঁদের বিরুদ্ধে বিরোধীদের একজোট হতে হবে। সেই মর্মেই তৃণমূলের উদ্দেশ্যে এমন বার্তা দেন প্রদ্যোত্‍ কিশোর দেববর্মন।

তবে খানিকটা পাহাড়ের গোর্খা ল্যান্ডের মত করেই, গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি তুলেছে এই প্রদ্যোত্‍ কিশোর দেববর্মনের তিপ্রা মথা। এই দাবীকে অনেকেই অবাস্তব বলে দাবি করলেও, নিজেদের দাবি থেকে অনড় তিপ্রা মথা। তবে প্রদ্যোত্‍ কিশোরের পক্ষ থেকে আহ্বান পেলেও, তাঁদের দাবি মেনে নিয়ে তৃণমূল তাঁদের সঙ্গে জোট বাধে কিনা- এখন তা দেখারই অপেক্ষা। সূত্রের খবর, পৃথক তিপ্রা ল্যান্ডের দাবি যদি তৃণমূল মেনে নেয়, তাহলে ত্রিপুরার বাঙালি আবেগ ক্ষুণ্ণ হতে পারে।

X