বাংলাহান্ট ডেস্কঃ জুলাই মাস আসন্ন। প্রাইভেট এবং সরকারী মিলিয়ে জুলাই মাসেই মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের (bank) দরজা। যদি সেই দিনগুলো না জেনে থাকেন, তাহলে আগেই জেনে নিন। নাহলে দরকারি কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে আপনাকে।
প্রথমেই দেখে নেওয়া যাক, জুলাই মাসে ঠিক কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।
৪ ঠা জুলাই ২০২১, রবিবার বন্ধ থাকবে ব্যাংক।
১০ ই জুলাই ২০২১, মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে।
১১ ই জুলাই ২০২১, রবিবার বন্ধ থাকবে ব্যাংক।
১২ ই জুলাই ২০২১, সোমবার কাঙ্গ (রাজস্থান), রথযাত্রা (ভুবনেশ্বর, ইম্ফল) ব্যাংক বন্ধ থাকবে।
১৩ ই জুলাই ২০২১, মঙ্গলবার ভানু জয়ন্তি (শহিদ দিবস-জম্মু-কাশ্মীর, ভানু জয়ন্তি) ব্যাংক বন্ধ থাকবে।
১৪ ই জুলাই ২০২১, বুধবার দ্রুকপা ত্শোচি (গ্যাংটক) ব্যাংক বন্ধ থাকবে।
১৬ ই জুলাই ২০২১, শুক্রবার হরেলা পুজো (দেরাদুন) ব্যাংক বন্ধ থাকবে।
১৭ ই জুলাই ২০২১, শনিবার, খারচি পুজো (আগরতলা, শিলং) ব্যাংক বন্ধ থাকবে।
১৮ ই জুলাই ২০২১, রবিবার বন্ধ থাকবে ব্যাংক।
১৯ শে জুলাই ২০২১, সোমবার গুরু রিম্পোচ্ছে থুঙ্কর ত্রেশচু, গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে।
২১ শে জুলাই ২০২১, বুধবার ইদ (কুরবানি) ব্যাংক বন্ধ থাকবে।
২৪ শে জুলাই ২০২১, মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে।
২৫ শে জুলাই ২০২১, রবিবার বন্ধ থাকবে ব্যাংক।
৩১ শে জুলাই ২০২১, শনিবার কের পুজো আগরতলা ব্যাংক বন্ধ থাকবে।