ফিরছে লকডাউনের স্মৃতি, গরমের ছুটির মধ্যেই অনলাইন ক্লাস? বড় সিদ্ধান্তের পথে শিক্ষা দফতর

বাংলা হান্ট ডেস্ক : বৈশাখ পড়তেই দু’হাত খুলে ব্যাটিং করতে শুরু করেছে গ্রীষ্ম। চরম দাবদাহ থেকে বাঁচতে ইতিমধ্যেই এগিয়ে আনতে হয়েছে স্কুলের ছুটি (Summer Vacation)। গত বৃহস্পতিবারই এই ঘোষণা করেছে শিক্ষা দফতর (WBBSE)। তারপর থেকেই প্রশ্ন, ছুটি এত এগিয়ে নিয়ে এলে সিলেবাস কিভাবে শেষ হবে? এই দীর্ঘ ছুটির কারণে সমস্যায় পড়বে পড়ুয়ারা। যে কারণে অনেক স্কুল তো অনলাইন ক্লাসেরও আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, এই অনলাইন ক্লাসের চলন শুরু হয় কোভিড অতিমারির সময় থেকেই। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই অনলাইন ক্লাসের চলন শুরু করে সরকার। একটা লম্বা সময় পর্যন্ত অনলাইনেই চলেছিল সমস্ত পড়াশোনা। পরীক্ষাও হত অনলাইনেই। এরপর লকডাউন কাটতেই সবকিছু ছন্দে ফিরতে শুরু করে।

আর এবার অত্যাধিক গরমের কারণে ফের একবার সেই পদ্ধতিই অবলম্বন করতে চলেছে রাজ্যের স্কুলগুলি। ইতিমধ্যেই এই বিষয়ে শিক্ষা দফতরের সাথে আলোচনায় বসেছে রাজ্যের স্কুল কর্তৃপক্ষ। মূলত পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা এবং স্কুল কর্মীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

আরও পড়ুন : ভোট প্রচারের মাঝেই কপাল পুড়ল রচনা ব্যানার্জীর, হয়ে গেল বড়সড় দুর্ঘটনা

Summer Vacation

যদিও স্কুল কর্তৃপক্ষের জন্য এই বিষয়টি একেবারেই বাধ্যতামূলক নয়। কোনও স্কুলের কাছে বিকল্প উপায়ের সন্ধান থাকলে তা অবলম্বন করতেই পারে। তবে শোনা যাচ্ছে, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুলের মতো সরকারি স্কুলগুলির পাশাপাশি রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও এই পদ্ধতি লাগু হতে চলেছে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর