স্বাধীনতার পর এই প্রথম, ভোটের আগে ৪৬৫০ কোটি বাজেয়াপ্ত কমিশনের! কার থেকে?

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। বিভিন্ন দল তাদের প্রচার পর্ব শুরু করেছে। এদিকে নির্বাচন কমিশনও (Election Commission) তাদের কাজ শুরু করে দিয়েছে। আসন্ন লোকসভা ভোটের আগে এপর্যন্ত সবমিলিয়ে মোট ৪৬৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। বিগত ৭৫ বছরের সমস্ত নির্বাচন মিলিয়ে এটাই সর্ব্বোচ বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি। সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন।

উল্লেখ্য যে, গত ২০১৯ সালেও রেকর্ড পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়। সেবারও আগের সমস্ত রেকর্ড ভেঙ্গে যায়, কিন্তু এবারের নির্বাচনের ৪ দিন আগেই সেই রেকর্ড পেরিয়ে যায়। আর এই রিপোর্ট থেকে স্পষ্ট যে, ভোটের সময় কি পরিমান বেআইনি টাকা উড়তে থাকে এবং ভোটারদের প্রভাবিত করার জন্য লেনদেন চলে। আসলে ভোটের ঘোষণা হওয়ার পরই জোর নজরদারি শুরু করে দেয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশও বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে দেয়। নজরদারি বাড়ে বিভিন্ন স্থানে। এছাড়া হিসাব বহির্ভূত টাকা হেফাজতে নেওয়ার জন্যও তৎপর হয় পুরো প্রশাসন। এছাড়া বিগত কয়েকদিনে যে পরিমান টাকা বাজেয়াপ্ত হয়েছে তা নতুন রেকর্ড গড়েছে। হিসেব জানাচ্ছে বিগত ১ মার্চ থেকে এখনো অবধি প্রতিদিন গড়ে বাজেয়াপ্ত টাকার পরিমাণ ১০০ কোটি টাকা।

আরও পড়ুন : কাঁপাচ্ছেন IPL! যশস্বী, শুভমন বাদ? T20 বিশ্বকাপের ওপেনার পেয়ে গেল BCCI

যে পরিমাণ টাকা এবার বাজেয়াপ্ত হয়েছে তা দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম। আর এই টাকা ব্যবহার করা হতো ভোটকে প্রভাবিত করার জন্য। আগেভাগেই হানা দিয়ে সেই টাকা তুলে নেয় নির্বাচন কমিশন এবং প্রশাসন। তবে এই টাকা বাজেয়াপ্ত করতে কম পরিশ্রম করতে হয়নি নির্বাচন কমিশনকে। কাজে লাগাতে হয় সীমান্তরক্ষী বাহিনী, ভিডিও টিম, আর্থিক পরিসংখ্যানের ওপর নজর রাখা দল এবং পুলিশ বাহিনীকে।

আরও পড়ুন : বাংলার নিজস্ব IPL, বড় উদ্যোগ নিল CAB! ফ্র্যাঞ্চাইজ নিল দুই সংস্থা

mohun bagan (5)

যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে রয়েছে সোনারুপোর গহনা, নগদ টাকা, মদ, মাদক দ্রব্য ইত্যাদি। উল্লেখ্য, উদ্ধার হওয়া টাকার ৪৫% অর্থাৎ ২০৬৮.৮ কোটি টাকার মাদক দ্রব্য রয়েছে। ২০১৯ এর লোকসভা ভোটে এই অংক ছিল ১২৭৯.৯ কোটি টাকার। তবে নগদ টাকার পরিমাণ খুব একটা বেশি নয়, মোট ৩৯৫.৫ কোটি টাকার নগদ ধরা পড়ে। গত লোকসভা নির্বাচনে এই অংক ছিল ৮৪৪ কোটি টাকা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর