সেপ্টেম্বর মাসে চাল পরিবতর্ন করবে একাধিক গ্রহ! ভাগ্য চমকাবে এই ৫ রাশির, হবে টাকার বৃষ্টি

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র দু’দিন পরেই আমরা পদার্পণ করব চলতি বছরের নবম মাস সেপ্টেম্বরে (September)। জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ওই মাসে সূর্যের পাশাপাশি গ্রহের রাজা বুধ ও শুক্র তাদের চাল পরিবর্তন করবে। মাসের শুরুতে আগামী ৪ সেপ্টেম্বর, বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং ১৬ সেপ্টেম্বর, সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। এদিকে, ১৮ সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এমতাবস্থায়, গ্রহের এই পরিবর্তনশীল অবস্থান ৫ টি রাশির জন্য অত্যন্ত শুভ ফল এনে দিতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেই ৫ টি রাশির বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

সেপ্টেম্বর (September) মাসে ভাগ্য চমকাবে এই পাঁচ রাশির:

১. বৃষ রাশি: সেপ্টেম্বর (September) মাসে বৃষ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে পারেন। এই মাসে সঠিক সুযোগ চিনতে হবে। এছাড়াও, কর্মজীবনের ক্ষেত্রে আসা সমস্যার সমাধান মিলবে। যাঁরা প্রেম করছেন তাঁরা এই সময়ে তাঁদের প্রেমের সম্পর্ককে বৈবাহিক বন্ধনের পরিকল্পনা করতে পারেন। এই সময়ের মধ্যে সামাজিক স্তরে আপনার পরিচিতি বাড়তে পারে এবং আপনি ভবিষ্যতেও এর থেকে উপকৃত হবেন। অত্যাবশ্যকীয় গৃহস্থালি সামগ্রীর জন্য অর্থব্যয় হতে পারে। তবে এটি সামগ্রিকভাবে আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে না।

২. সিংহ রাশি: আগামী মাসে (September) সিংহ রাশির জাতক-জাতিকারা ইতিবাচক ফল পেতে পারেন। কারণ সূর্য রাশি পরিবর্তন করায় চমকাবে ভাগ্য। আগামী মাসে বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারেন এই রাশির জাতক জাতিকারা। যাঁরা মিডিয়া বা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাঁরা এই মাসে ভালো পরিবর্তন দেখতে পাবেন। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। শারীরিক দিকটিও আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে।

The fate of these four signs will change in September.

৩. তুলা রাশি: সেপ্টেম্বর (September) মাসে তুলা রাশির জাতক-জাতিকাদের কাজে গতি আসবে এবং আটকে থাকা কাজ এই সময়ের মধ্যে শেষ হবে। যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে তা পরিশোধের ক্ষেত্রে সফল হতে পারেন। এদিকে, যদি এই সময়ের মধ্যে বিনিয়োগ করেন তবে আপনি ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং তাঁদের মাধ্যমে আর্থিক সুবিধাও মিলবে। এই সময়ে কোনও বহু প্রতীক্ষিত ইচ্ছেপূরণ হতে পারে।

আরও পড়ুন: বিপদের নেই শেষ! পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, সতর্কতা জারি করল NASA

৪. ধনু রাশি: সেপ্টেম্বর (September) মাসে ধনু রাশি জাতক-জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস এবং শক্তি বজায় থাকবে। তাই তাঁরা জীবনকে উপভোগ করতে পারবেন। এই রাশির ব্যবসায়ীদের এই সময়ে তাঁদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করতে দেখা যাবে এবং কিছুজন এই কাজে সাফল্যও পাবে। যাঁরা সম্প্রতি বিয়ে করেছেন তাঁদের জীবনে নতুন অতিথি আসতে পারে। এই রাশির জাতক-জাতিকারাও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

আরও পড়ুন: ভারতে তৈরি হবে ১২ টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি! ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ, মোদী সরকার নিল বড় সিদ্ধান্ত

৫. কুম্ভ রাশি: সেপ্টেম্বর (September) মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকারা তাঁদের প্রতিপক্ষের ওপর কর্তৃত্ব বজায় রাখবেন। যে কাজটিই গ্রহণ করুন না কেন, সেটি সর্বোত্তম পদ্ধতিতে সম্পন্ন হবে। এই সময়ে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। সেপ্টেম্বর মাসে ভ্রমণের সুযোগও মিলনে। যাঁরা পড়াশোনা বা ব্যবসা করতে বিদেশে যেতে চেয়েছিলেন, তাঁদের ইচ্ছেপূরণ হতে পারে। এই মাসে দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্য ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বাংলা হান্ট এই বিষয়ের সত্যতার প্রমাণ দেয় না।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর