বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমরা সকলেই কম-বেশি সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মগুলি ব্যবহার করি। যেখানে প্রতিনিয়ত দেশ-বিদেশের বিভিন্ন আপডেটের পাশাপাশি ভাইরাল (Viral) হতে থাকে হাজার হাজার ছবি এবং ভিডিও। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি রীতিমতো অবাক করে দেয় প্রত্যেককেই। শুধু তাই নয়, সেই ভিডিওগুলিতে থাকা দৃশ্য মাঝে মাঝে চরম অস্বস্তিতে ফেলে নেটিজেনদের। বর্তমান সময়ে ঠিক সেইরকমই এক ভিডিও তুমুল গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
মূলত, ওই ভিডিওটিতে একজন মহিলার অদ্ভুত কর্মকাণ্ড পরিলক্ষিত করে বাকরুদ্ধ হয়ে পড়েছেন প্রত্যেকেই। অত্যন্ত ব্যস্ত রাস্তার মধ্যেই তাঁকে রিকশায় বসে থাকা অবস্থায় রিকশাচালকের গোপনাঙ্গে বারংবার হাত দিতে দেখা গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রাজধানী শহর দিল্লিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ডাবল অ্যাকশন! পুজোর আগে IMD-র নতুন রিপোর্টে ভয়ানক দুঃসংবাদ
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, দিল্লির রাস্তায় একজন মহিলা রিকশাতে বসে রয়েছেন। আর তাঁর ঠিক কাছেই দাঁড়িয়ে রয়েছেন রিকশাচালক। এমতাবস্থায়, ওই মহিলা তাঁকে চুম্বন করার চেষ্টা করতে থাকেন এবং এক হাত দিয়ে রিকশাচালকের গোপনাঙ্গ বারংবার স্পর্শ করতে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে এই কাণ্ড ঘটতে থাকে।
আরও পড়ুন: বোনাসের পর ফের সুখবর! সিভিক থেকে এবার সরাসরি পুলিশ? পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে বড় সিদ্ধান্ত
পাশাপাশি, ওই মহিলা রিকশাচালকের সাথে কথাও বলতে থাকেন। এই পুরো দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। যেটি এখন তুমুলগতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ভাইরাল ভিডিওটি X মাধ্যমে @stormiismykid নামের অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে। এদিকে, এহেন চাঞ্চল্যকর ভিডিও সামনে আসার পরই গর্জে উঠেছেন নেটিজেনরা। অনেকেই দাবি করেছেন যে, ওই রিকশা চালক যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
https://twitter.com/stormiismykid/status/1712810652094374239?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1712810652094374239%7Ctwgr%5Ed700d810dda950009309fb414db3330cfbd87d98%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.livehindustan.com%2Fncr%2Fstory-delhi-woman-touches-rickshaw-puller-private-part-on-road-felt-like-having-sex-video-goes-viral-8854821.html
এই প্রসঙ্গে একজন নেটিজেন জানিয়েছেন যে, “দুঃখজনকভাবে, সবাই লিঙ্গ সমতায় বিশ্বাস করেন। কিন্তু কেউ কখনও পুরুষদের প্রতি দুর্ব্যবহার, তাঁদের আত্মহত্যা, ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইন এবং পুরুষদের হয়রানি নিয়ে কথা বলেন না।” পাশাপাশি, তিনি আরও বলেন, “একজন পুরুষ যদি বিপরীত লিঙ্গের সাথে এই কাজটি করত তাহলে এই ঘটনাটি সম্পূর্ণ অন্যরকম হত। কিন্তু এখানে দেখা যাচ্ছে বেচারা রিকশাচালক ভয় পেয়েছেন।”