উর্দু আরবি শেখার জন্য চাপ, শারীরিক নির্যাতন! স্ত্রীর অভিযোগে লাভ জিহাদ আইনে প্রথম গ্রেফতার মুসলিম স্বামী

বাংলাহান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (madhya pradesh) লাভ জিহাদ (love jihad) আইন নিয়ে একদিকে যেমন তোলপাড় চলছে, তেমনই অন্যদিকে শাহদল জেলা থেকে এক বড় ঘটনা প্রকাশ্যে এসেছে। আরবী এবং উর্দু না শেখায় স্ত্রীকে বেধড়ক মারধর করতে থাকে এক মুসলিম স্বামী। লাভ জিহাদ আইনের আয়ত্তায় প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বামীকে।

বিয়ের পর চলে অত্যাচার
মধ্যেপ্রদেশের শাহদল জেলার ধনপুরীর বাসিন্দা জ্যোতি ডাহিয়া ২ বছর আগে মহম্মদ ইরশাদ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সব ঠিকঠাক চললেও, কিছুদিন পর থেকেই স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতে থাকে স্বামী ইরশাদ খান।

bbvhbbg

মুসলিম ধর্মে দীক্ষিত করার জন্য চাপ দেওয়া হয়
জ্যোতি জানিয়েছে, তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মুসলিম ধর্মে দীক্ষিত করার জন্য চাপ দিতে থাকে। স্বামী তাঁকে মুসলিম ধর্ম এবং সেইসঙ্গে উর্দু এবং আরবি শেখার জন্য চাপ দিতে থাকে। এসব করতে অস্বীকার করায় তাঁর স্বামী তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। কিন্তু জ্যোতি জানান, তিনি হিন্দু ধর্মেই থাকতে চায়, ধর্ম পরিবর্তন করতে চান না।

থানায় অভিযোগ জানায় নির্যাতিতা স্ত্রী
এভাবে চলতে চলতে গত ২৭ শে নভেম্বর জ্যোতি তাঁর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপেরবাড়ি চলে যায়। সেখান থেকেই থানায় স্বামী এবং শ্বশুরবাড়ির নামে অভিযোগ জানায়। জ্যোতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁর স্বামীকে থানায় ধরে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জ্যোতির অভিযোগের উপর ভিত্তি করে ১৯৬৮ ধারায় লাভ জিহাদ আইনের আয়ত্তায় মহম্মদ ইরশাদ খানকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই এই মামলায় অভিযুক্তদের আদালতে তোলা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর