বাংলাহান্ট ডেস্কঃ বুধবারই প্রকাশিত হবে তৃণমূলের (tmc) প্রথম নির্বাচনী প্রার্থী তালিকা। শুধু তাই নয়, দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে শুক্রবার। অর্থাৎ এবারের নির্বাচনে কিছুটা অন্যরকম ভাবেই দেখা যেতে চলেছে তৃণমূল কংগ্রেসকে। কিছুটা নিয়ম ভেঙ্গে, নতুনের পথে হাঁটতে দেখা যাচ্ছে।
প্রতিবার নির্বাচনের দিন ঘোষণার পরই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেলেও, এবারে তার ব্যাতিক্রম হল। তারউপর এবছর একবারে প্রকাশিত হচ্ছে না প্রার্থী তালিকা, দুদফায় দুদিন করে নির্বাচিত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করবে সবুজ শিবির।
পূর্বেই জানা গিয়েছিল, এবারের নির্বাচনে ৮০ উর্দ্ধো কোন সদস্যকে টিকিট দেওয়া হবে না। প্রবীণদের দলে বিশেষ সম্মানিত পদে বসিয়ে যুবদের এবার এগিয়ে দেওয়া হবে। থাকতে পারে অনেক নতুন মুখও। সেই তালিকায় বালির প্রার্থী হিসাবে দেবাংশু ভট্টাচার্য (debangshu bhattacharya) এবং উত্তর ২৪ পরগনার কোনও একটি আসনের জন্য তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম থাকতে পারে বলেও সূত্র মারফত জানা গিয়েছিল।
দলীয় সূত্রের খবর, বুধবার প্রার্থী তালিকা প্রকাশের পর যে ৩০ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে, সেখানকার প্রার্থীরা আগামী ৭ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৯ ই মার্চের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে পারবে। আর অন্যদিকে দ্বিতীয় দফার ভোট দানের ক্ষেত্রে শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়ন জমা দিতে হবে ১২ ই মার্চের মধ্যে।