বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ ৭ দশকে এই প্রথম আমেরিকায় (America) আবারও কোন মহিলার মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে চলেছেন। ১৯৫৩ সালে মিসৌরির একটি গ্যাস চেম্বারে বনি হেডির মৃত্যুদণ্ড দেওয়ার পর এবার বিষ ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে লিসা মন্টগোমরিকে। আগামী ৮ ই ডিসেম্বরই তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
ঘটনার বিবরণ
২০০৪ সালে অভিযুক্ত লিসা মন্টগোমরি কানসাস থেকে গাড়ি চালিয়ে মিসৌরিতে স্টিনেটের বাড়িতে যান। সেখানে পোষ্য কুকুর কেনার অজুহাতে গিয়ে আচমকাই তাঁর বাড়িতে প্রবেশ করে তাঁকে মারধর শুরু করে। সেই সময় স্টিনেট ৮ মাসের অন্তঃসত্বা ছিল। মারধরের সময় স্টিনেট বিছানায় পড়ে যাওয়ায় প্রথমে তাঁর গলা টিপে হত্যা করে লিসা। তারপর ধারালো ছুরি দিয়ে তাঁর পেট কেটে গর্ভস্থ বাচ্চাকে বের করে নিজের বাচ্চা বলে দাবি করে।
মৃত্যুদণ্ড রধের আর্জি খারিজ করে আদালত
এই ঘটনায় সমস্ত প্রমাণ লিসার বিপক্ষে থাকায় ২০০৭ সালে মার্কিন আদালত লিসাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রায় ঘোষণা করে। তারপর নিজের মৃত্যুদণ্ডের রধ করার জন্য বহুবার আর্জি জানালেন, আদালিত তা খারিজ করে দেয়। একজন গর্ভবতী মহিলাকে হত্যা করে তাঁর গর্ভস্থ শিশুকে নিজের বলে দাবি করার ঘটনাকে আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস পরিকল্পিত খুন বলেই গণ্য করে।
কোন আর্জিই কাজে দেয় না লিসার। শেষ পর্যন্ত আগামী ৮ ই ডিসেম্বরই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। লিসাকে বিষ ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদন্ড দেওয়া হবে বলেও জানানো হয়েছে। লিসা মানসিক ভাবে অসুস্থ, তাই তাঁর মৃত্যদণ্ড না দেওয়ার এমন আর্জিও খারিজ করে দেয় আদালত।