দেশের হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক স্তরে খেলেছেন শুধু খেলেছেন বললে কম হবে বরং বলা ভালো দেশের অধিনায়ক ছিলেন তিনি। ঠিক যেমন বিরাট কোহলি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনিও একসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। কিন্তু বিরাট কোহলির সাথে তার আকাশ-পাতাল তফাৎ রয়েছে। এই মুহূর্তে নানান ব্র্যান্ড, অ্যাডভার্টাইজমেন্ট এবং খেলা থেকে সব মিলিয়ে বিরাট কোহলি কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু তিনি সামান্য একটি গ্রুপ ডি-র চাকরি পাওয়ার জন্য লোকের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয়েছে ওনাকে।
বিরাট কোহলি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন তবে বিরাট কোহলির সাথে উনার পার্থক্য উনি বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। আর সেই জন্যই তিনি তার প্রতিভার যোগ্য মূল্য টুকুও পাননি। দীনেশ শেন যিনি বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। এখন খেলা ছাড়ার পর তিনি হরিয়ানা সরকারের কাছে দীর্ঘদিন ধরে চাকরির আবেদন করেছেন, কিন্তু বারবার আবেদন করেও হরিয়ানা সরকার তার আবেদনে সাড়া দেয় নি।
হরিয়ানার সোনপতে বাড়ি প্রাক্তন ভারত অধিনায়ক দীনেশ শেনের। দীর্ঘদিন হরিয়ানা সরকারের কাছে গ্রুপ ডি পদে চাকরি চেয়েও না পাওয়ায় এবার ন্যাশনাল এন্টি ডোপিং এজেন্সি অর্থাৎ নাডার কাছে তিনি গ্রুপ ডি পদের চাকরির জন্য আবেদন করেছেন। কিন্তু এখনো পর্যন্ত তার ডাকে সাড়া দেয়নি কোন সংস্থায়। তিনি জানিয়েছেন এই মুহূর্তে যদি তিনি চাকরি না পান তাহলে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবাকে নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে তাকে।