মন্দিরের মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল সোনার মোহর, তুলে দেওয়া হল তামিলনাড়ুর সরকারের হাতে

বাংলাহান্ট ডেস্কঃ মাটি খুঁড়তেই বেড়িয়ে এল মোহর (Seal) ভর্তি ঘড়া। জাতিরুভানাইকাভালের জম্বুকেশ্বর (Jambukeshwar) মন্দিরের খননকার্যের সময় পাওয়া যায় এই পিতলের পাত্র। বেশ কয়েকটি ছোট মুদ্রা এবং একটি বড়ো মুদ্রা পাওয়া যায়। খোদাই করা আছে আরবি ভাষায় বিভিন্ন লেখা। মন্দিরে ভিড় জমায় স্থানীয়রা। তবে সমেত স্বর্ণমুদ্রা স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

images 4 5

তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুচিরাপল্লির জাতিরুভানাইকাভালের জম্বুকেশ্বর মন্দিরের খননকার্য করে পাওয়া যায় এক পিতলের পাত্র। যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক সোনার মোহর। মোট ৫০৫টি সোনার মুদ্রা পাওয়া গেছে, যার ওজন ১.৭১৬ কিলোগ্রাম। আর তা দেখতেই ভীড় জমে যায় মন্দিরে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, মুদ্রাগুলির মধ্যে ৫০৪টি ছোট, একটি মাত্র বড়। মুদ্রাগুলির পিঠে আরবি হরফে কিছু খোদাই করা রয়েছে। এই আরবি ভাষা দেখে অনুমান করা যায়, খ্রিস্টপূর্ব এক হাজার থেকে বারোশো শতকের পুরনো হতে পারে এই মুদ্রাগুলি। তবে সেই আরবি হরফে কী লেখা আছে, তা জানা যায়নি। এই মুদ্রা সমেত পিতলের পাত্রটি মাটির প্রায় সাত ফুট নিচে পাওয়া গিয়েছিল।

এই ঘটনায় সোনার মুদ্রা দেখতে ওই মন্দিরে ভীড় জমায় স্থানীয়রা। তাঁরা জানায়, জম্বুকেশ্বর মন্দিরের কাছে আগে রাজ পরিবার বাস করত। তাঁদের কাছে প্রচুর ধনরত্ন ছিল। আত্মরক্ষার জন্য শত্রুদের হাত থেকে রক্ষা করতে তা মাটির নিচে লুকিয়ে রাখা হত। এই মুদ্রাগুলো সম্ভবত সেই গচ্ছিত রত্নই। তবে এই মুদ্রাগুলোতে যে আরবি ভাষা খোদাই করা আছে, তা পড়ার জন্য ডাকা হয়েছে প্রত্নতাত্ত্বিকদেরকে। তবেই সঠিকিভাবে জানা যাবে এই মুদ্রাগুলোর আসল বয়স।

 


Smita Hari

সম্পর্কিত খবর