সুকন্যা সমৃদ্ধি যোজনায় এখন মিলবে আরও বেশি টাকা! কন্যা সন্তানদের জন্য বড় পদক্ষেপ সরকারের

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড়সড় সিদ্ধান্ত নিল সরকার। এমতাবস্থায়, আপনি এখন যদি সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) বিনিয়োগ করেন বা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। কারণ, ইতিমধ্যেই সরকার এই প্রকল্পে সুদের হার বাড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকার প্রতি ত্রৈমাসিকের জন্য স্মল সেভিং স্কিমের ক্ষেত্রে সুদের হার ঘোষণা করে।

এমন পরিস্থিতিতে গত শুক্রবার, সরকার এপ্রিল থেকে জুন ২০২৩ পর্যন্ত প্রথম ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করেছে। এদিকে, সরকার ২০২৩-২৪ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে এই হার বাড়িয়েছে। ওই প্রকল্পে, সুদের হার ০.৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এদিকে, এতদিন যাবৎ সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। এখন তা বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

কন্যাদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার “বেটি পড়াও, বেটি বাঁচাও” যোজনার অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করেছে। মূলত, আর্থিকভাবে দুর্বল পরিবারে জন্মগ্রহণ করা কন্যা সন্তানদের ভবিষ্যৎ উন্নত করার জন্য এই প্রকল্প চালু করা হয়। এটি একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এই স্কিমে অভিভাবকরা তাঁদের মেয়েদের নামে বিনিয়োগ করেন। এদিকে, যেহেতু এটি একটি সরকারি প্রকল্প, তাই এতে কোনো ঝুঁকি নেই। পাশাপাশি, এই স্কিমে গ্যারান্টিযুক্ত রিটার্নও পাওয়া যায়।

ইনকাম ট্যাক্সে মিলবে ছাড়: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের ফলে ইনকাম ট্যাক্সেও ছাড় পাওয়া যায়। আয়কর আইনের ধারা 80C-র অধীনে, এই স্কিমে বিনিয়োগের উপর ১.৫০ লক্ষ টাকার কর ছাড় পাওয়া যায়। পাশাপাশি, এই স্কিমটি EEE স্ট্যাটাসের সাথে উপলব্ধ হয়। অর্থাৎ, এই স্কিমে বিনিয়োগ, সুদের আয় এবং ম্যাচুরিটির পরিমান তিনটিই করমুক্ত।

rupee money currency notes India GDP 1019x573 1

১০ বছর বয়সের আগে খুলতে হবে অ্যাকাউন্ট: সুকন্যা সমৃদ্ধি যোজনায় কন্যাদের ১০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই অ্যাকাউন্ট খুলতে হয়। এই প্রকল্পে একই পরিবারের সর্বাধিক দুই কন্যার অ্যাকাউন্ট খোলা যেতে পারে। পাশাপাশি, এই স্কিমে বিনিয়োগ করে আপনি কন্যা সন্তানের বিবাহ এবং উচ্চ শিক্ষার জন্য একটি ভালো সঞ্চয় তৈরি করতে পারেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর