উত্তরপ্রদেশে আর পড়ানো হবে না মুঘলদের ইতিহাস, বদলে ফেলা হল সিলেবাস! বড় সিদ্ধান্ত যোগির

বাংলা হান্ট ডেস্ক : বড় সিদ্ধান্ত যোগি সরকারের। উত্তরপ্রদেশের (Uttar Paradesh) স্কুলে এখন থেকে আর মুঘলদের ইতিহাস পড়ানোই হবে না। দ্বাদশ শ্রেণির সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। ইউপি সরকারের সিদ্ধান্ত ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ড উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা মুঘল সম্রাটদের ইতিহাস আর পড়বে না বলে জানা যাচ্ছে। ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ড ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম পরিবর্তন করেছে। ইতিহাসের বই থেকে কিছু বিষয় মুছে ফেলা হয়েছে। মুঘল দরবারের লেখা মুছে ফেলা হয়।

শিক্ষা দফতর সূত্রে খবর, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে, এনসিইআরটি দ্বাদশ শ্রেণীর বইয়ের ভারতীয় ইতিহাস-২ এর কিছু বিষয় থেকে মুঘল দরবার এবং শাসক সম্পর্কিত পাঠ্যটি সরিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত আকবরনামা, বাদশাহনামা, পাণ্ডুলিপির রচনা, মুঘল সম্রাট ও তাদের সাম্রাজ্য, আদর্শ রাষ্ট্র, উপাধি, রাজকীয় আমলাতন্ত্র, রাজপরিবার, তথ্য ও সাম্রাজ্য, মুঘল অভিজাততন্ত্র এবং আনুষ্ঠানিক ধর্ম শেখানো হতো।

Untitled design 16 5

এর আগে, দ্বাদশ শ্রেণির নাগরিক বিজ্ঞানের বই থেকে আমেরিকান আধিপত্য ও ঠান্ডা যুদ্ধ সম্পর্কিত লেখাটি মুছে ফেলা হয়েছে। এছাড়া স্বাধীন ভারতে রাজনীতির বই থেকে এক দলের আধিপত্য ও গণআন্দোলনের উত্থানের সময়কাল মুছে ফেলা হয়েছে। একই সঙ্গে দশম শ্রেণির বই থেকে গণসংগ্রাম ও আন্দোলন, গণতন্ত্র ও বৈচিত্র্য এবং গণতন্ত্রের চ্যালেঞ্জের পাঠ মুছে ফেলা হয়।

এর কিছুদিন আগেই, সম্প্রতি পশ্চিমবঙ্গের বামপন্থি দলগুলি কলকাতার বিভিন্ন প্রান্তে কিছু সভার আয়োজন করেছিল। কেন্দ্রীয় সরকার যে নতুন শিক্ষানীতির খসড়া প্রস্তাব তৈরি করেছে, তার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। যদিও বামেদের এই আয়োজন কতটা ফলপ্রসূ হয়েছে, তা নিয়ে দলের ভিতরেই নানা আলোচনা চলছে। আদৌ বিষয়টি নিয়ে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে কি না, তা নিয়ে উঠেছে অজস্র প্রশ্ন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর