‘সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিপ্লব দেবের সরকারকে উৎখাত করতেই হবে’- ত্রিপুরায় পা দিয়েই গর্জে উঠলেন সুজাতা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ স্বামী বিজেপির একজন কান্ডারি হলেও, স্ত্রী বর্তমানে তৃণমূলের ভরসাময় মহিলা মুখ। সাংসারিক বন্ধনের থেকে বহু রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মণ্ডল (sujata mondal)। এই সময় ত্রিপুরা (tripura) জয়ের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে, সুজাতাকেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গড়ে পাঠাল তৃণমূল। সঙ্গে গেলেন জয়া দত্তও।

ত্রিপুরার মাটিতে পা রেখেই আগরতলায় দাঁড়িয়ে সুজাতা বললেন, ‘সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিপ্লব দেবের সরকারকে উৎখাত  করে এখানে, বাংলার মত করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকাররে আমলে এখানকার সাধারণ মানুষ বঞ্চিত, অত্যাচারিত হচ্ছে। তাই জয় বাংলার মত করেই, জয় ত্রিপুরা শ্লোগান তুলে ক্ষমতায় আসবে তৃণমূল’।

সুজাতার সঙ্গে এবার সেখানে আবারও পা রেখেছেন তৃণমূল যুব নেত্রী জয়া দত্ত। গতবারের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আবারও এলেন ত্রিপুরায়। তাঁর কথায়, ‘আমাদের কেউ আটকাতে পারবে না, আমাদের এই যাওয়া আসা চলতেই থাকবে। আমাদের বিরুদ্ধে যতই মামলা করুক, পরিকল্পিত অত্যাচার করুক, আমাদের কিছুতেই আটকানো যাবে না’।

প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নির্দেশেই তৃণমূলের উপর হামলা হওয়ার অভিযোগ করে এসেছেন সুজাতা মণ্ডল। এবার ত্রিপুরায় পা রেখেই গর্জে উঠে বললেন, ‘সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি সরকারকে উৎখাত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিজেপিকে ভয় করি না। ত্রিপুরার মা-বোনেদের আশীর্বাদ নিয়ে ২০২৩-এ তৃণমূল এখানে সরকার গড়বেই। আমাদের উপর এতো অত্যাচারে, কিন্তু আমরা কোন ভয় পাই না’।

X