৩ টি সন্তানের জন্ম দিলেই মিলবে পুরস্কার! ঘোষণা করল এই রাজ্যের সরকার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যখন দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে চিন্তিত সবাই ঠিক সেই আবহেই এবার এক চমকপ্রদ ঘোষণা করল ভারতের এক রাজ্য। জানা গিয়েছে, সেখানে ৩ টি সন্তানের জন্ম দিলেই পুরস্কারের ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে। এমতাবস্থায়, সিকিমে (Sikkim) এহেন ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, সিকিমই হবে ভারতের প্রথম রাজ্য যেখানে সরকার আরও বেশি সংখ্যক শিশু জন্মানোর প্রসঙ্গে স্কিমও নিয়ে আসছে।

ইতিমধ্যেই সেখানকার মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য একাধিক সন্তান জন্মের প্রসঙ্গে বিভিন্ন সুবিধাজনক ঘোষণা করেছেন। গত রবিবার দক্ষিণ সিকিমের জোরেথাং শহরে মাঘ সংক্রান্তির অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “সিকিমের প্রজনন হারের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলিতে মহিলা প্রতি একজন শিশুর সর্বনিম্ন বৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছে। যার ফলে আদিবাসী সম্প্রদায়ের জনসংখ্যা হ্রাস পেয়েছে।”

এছাড়াও, তামাং আরও জানান, “আমাদের ক্রমহ্রাসমান প্রজনন হারকে আটকাতে হবে। যার কারণে মহিলাসহ স্থানীয় মানুষদের সন্তান জন্মের বিষয়ে উৎসাহিত করতে হবে।” মুখ্যমন্ত্রী বলেন যে, তাঁর সরকার ইতিমধ্যেই সন্তান ধারণে উৎসাহিত করার জন্য মহিলা কর্মচারীদের ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং পুরুষ কর্মচারীদের ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি দিয়েছে।

একাধিক সন্তানের ক্ষেত্রে মিলবে এই সুবিধাগুলি: এছাড়াও, রাজ্য সরকার দ্বিতীয় সন্তানের জন্মের ক্ষেত্রে মহিলা কর্মচারীদের একটি ইনক্রিমেন্ট এবং তৃতীয় সন্তানের জন্মের জন্য দু’টি ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছে। তামাং স্পষ্ট করেছেন যে, এই আর্থিক সুবিধা শুধুমাত্র একটিমাত্র সন্তান রয়েছে এমন মহিলারা পাবেন না। মুখ্যমন্ত্রী বলেন যে, সাধারণ মানুষও একাধিক সন্তানের জন্য আর্থিক সহায়তার জন্য যোগ্য হবেন। পাশাপাশি, তাঁদের বিশদ বিবরণ স্বাস্থ্য এবং মহিলা ও শিশু যত্নসংক্রান্ত বিভাগগুলি প্রস্তুত করবে।

IVF-এর মাধ্যমে গর্ভবতী হওয়ার ক্ষেত্রে মিলবে ৩ লক্ষ টাকা: এছাড়াও, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আরও জানান যে, তাঁর সরকার সিকিমের হাসপাতালগুলিতে IVF-এর সুবিধা চালু করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া সমস্ত মহিলাকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। তিনি বলেন, এখনও পর্যন্ত ৩৮ জন মহিলা এই সুবিধার সাহায্যে গর্ভধারণ করেছেন এবং তাঁদের মধ্যে কয়েকজন মাও হয়েছেন।

303365 425x282 see a woman giving birth

এদিকে, তামাং পূর্ববর্তী পবন কুমারের সরকারকে সিকিমের জনগণকে শুধুমাত্র একটি সন্তানের মাধ্যমে ছোট পরিবার তৈরির ক্ষেত্রে “চাপ” দেওয়ার জন্য কটাক্ষ করেন। পাশাপাশি, তিনি জানান, তাঁর সিকিম ক্রান্তিকারি মোর্চা (SKM) সরকার স্থানীয়দের বড় পরিবার গড়ে তুলতে উৎসাহিত করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে সিকিমের আনুমানিক জনসংখ্যা সাত লক্ষেরও কম। যার মধ্যে প্রায় ৮০ শতাংশই আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর