বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। পাশাপাশি, যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা। এদিকে নেটমাধ্যম এমনই একটি ক্ষেত্র যেখানে প্রায়শই বিভিন্ন ছবি এবং তথ্য ভাইরাল হয়ে যায়। যদিও সেগুলির মধ্যে এমন কিছু পোস্ট থাকে যেগুলিকে প্রত্যক্ষ করে বিভ্রান্ত হয়ে পড়েন নেটিজেনরা। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক ভাইরাল হওয়া বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করছি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী লোন স্কিমের অধীনে আধার কার্ড (Aadhar Card) থাকলেই প্রত্যেকে পাবেন ৩,০০,০০০ টাকার ঋণ। আর এই বিষয়টি সামনে আসার পরেই বিভ্রান্ত হয়ে পড়েন নেটিজেনরা। এমনকি অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, শেষপর্যন্ত “PIB ফ্যাক্ট চেক” এই মেসেজটিকে “ভুয়ো” হিসেবে সবাইকে সতর্ক করেছে।
क्या प्रधानमंत्री लोन योजना के तहत हर किसी को आधार कार्ड पर ₹3,00,000 का लोन मिल रहा है❓#PIBFactCheck
▪️ नहीं ‼️
▪️ यह दावा फर्जी है।
▪️ भारत सरकार द्वारा ऐसी कोई योजना नही चलाई जा रही है।
▪️ तथ्यों की सही जाँच किए बिना अपनी आधार संबंधित जानकारी किसी के साथ साझा ना करें। pic.twitter.com/HTvvdigvpr
— PIB Fact Check (@PIBFactCheck) August 13, 2023
অর্থাৎ, ভারত সরকার এই ধরণের কোনো স্কিম চালাচ্ছে না। সুতরাং, এই মেসেজ হল একটি স্ক্যাম। শুধু তাই নয়, এই বিষয়টি সঠিকভাবে যাচাই না করে কাউকে নিজেদের আধার সম্পর্কিত তথ্য কারোর সাথে শেয়ার না করার বিষয়টিতেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার
ভাইরাল মেসেজে কি দাবি করা হয়েছে: মূলত, ভাইরাল হওয়া এই মেসেজে লেখা আছে “প্রধানমন্ত্রী লোন স্কিমে আধার কার্ডে প্রত্যেককে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।” অর্থাৎ, এটা দাবি করা হচ্ছে যে ভারত সরকারের প্রধানমন্ত্রী লোন স্কিমের আওতায় দেশের প্রতিটি মানুষ ৩ লক্ষ টাকার ঋণ পাচ্ছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: গ্রাহকদের আর নেই চিন্তা! এবার FD-তে বিপুল হারে সুদ প্রদান করছে বন্ধন ব্যাঙ্ক, জেনে নিন নতুন রেট
কি জানিয়েছে PIB: ইতিমধ্যেই এই ভুয়ো দাবির পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ মানুষকে সতর্ক করতে “PIB ফ্যাক্ট চেক” টুইটের মাধ্যমে জানিয়েছে যে, “প্রধানমন্ত্রী ঋণ যোজনার অধীনে সবাই কি আধার কার্ডে ৩ লক্ষ টাকা লোন পাচ্ছেন? না!! এই দাবি সম্পূর্ণ ভুয়ো। ভারত সরকার এই ধরণের কোনো স্কিম চালাচ্ছে না। সঠিকভাবে যাচাই না করে আপনার আধার সম্পর্কিত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “PIB ফ্যাক্ট চেক” হল “প্রেস ইনফরমেশন ব্যুরো”-র একটি ফ্যাক্ট চেকিং ইউনিট। যেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন ভুল তথ্যকে যাচাই করার মাধ্যমে জনগণকে সেই প্রসঙ্গে সচেতন করে।