লকডাউনে নিজের হাতে ডিমের ঝোল রাঁধলেন দ‍্য গ্রেট খালি, দিলেন সুস্থ থাকার বার্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দ‍্য গ্রেট খালি (the great khali), আসল নাম দালিস সিং রানা। কিন্তু দ‍্য গ্রেট খালি নামেই মানুষ বেশি চেনে তাঁকে। ৭ ফুটের ওপর লম্বা চওড়া মানুষটাকে একবার দেখলে সহজে ভুলতে পারবে না কেউই। তাঁকে নিয়ে ভারতবাসীর গর্বেরও শেষ নেই। জনপ্রিয় রেসলার আন্ডারটেকারের বিরুদ্ধে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই মনে রেখেছে বহু মানুষ। তাঁর হাত ধরেই প্রথমবার WWE চ‍্যাম্পিয়নের খেতাব আসে ভারতে।


তবে এবার রেসলিং ম‍্যাচে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা গেল খালিকে। পুরো ভারতীয় কায়দায় ডিমের ঝোল রাঁধলেন তিনি। একটি ভিডিওতে দেখা গিয়েছে এমনটাই। নিজে হাতে প্রায় এক ডজন ডিমের ঝোল রাঁধেন খালি। এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।
ভিডিওর শেষে করোনার সঙ্গে মোকাবিলার জন‍্য মানুষকে বাড়িতে থাকারও পরামর্শ দেন তিনি।

খালির কথায়, সমবেত ভাবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করা ও জেতা সম্ভব। সকলেই কিছু কিছু সতর্কতা অবলম্বন করলে করোনা ঠিকই দূরে সরবে। প্রশাসনের নির্দেশ মতো সকলের এখন লকডাউন মেনে চলা উচিত। সেই সঙ্গে করোনা মোকাবিলায় এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলিকেও ধন‍্যবাদ জানান খালি। তিনি বলেন বহু মানুষ এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক সময়ে ঠিক জায়গায় সাহায‍্য পৌঁছে দেওয়ার জন‍্য তাদের ধন‍্যবাদ জানান তিনি

শুধু তাই নয়, পুলিস, চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মী যারা নিজেদের প্রাণের বাজি রেখে সাধারন মানুষের জন‍্য লড়ছেন তাদের উদ্দেশ‍্যেও ধন‍্যবাদ জ্ঞাপন করেছেন খালি।

X