গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে নাচছিলেন বর, অন্য এক যুবককে বিয়ে করলেন কনে! তারপর যা হল …

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রায়শই আমরা বিবাহ সম্পর্কিত বিভিন্ন সব উদ্ভট খবরের প্রসঙ্গ শুনতে পাই। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে অবাক করা সব ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিয়ের সময়ে বর-কনের অদ্ভুত সব কান্ডকারখানা দেখে অবাক হন সকলেই। তবে, সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি অভিনব ঘটনার প্রসঙ্গ সামনে এল। আর যা শুনে কার্যত স্তম্ভিত হয়েছেন সবাই।

মূলত, বিয়ে করতে এসে দীর্ঘক্ষণ বন্ধুদের সাথে নাচ এবং বরের বন্ধুদের মত্ত অবস্থায় দেখে অন্য এক যুবককে বিয়ে করলেন কনে। আর এই ঘটনাই রীতিমত সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। জানা গিয়েছে যে, রাজস্থানের চুরু জেলায়, এক বর বিয়ে করতে যাওয়ার সময়ে তাঁর বন্ধুদের সাথে ডিজে বাজিয়ে উত্তালভাবে নাচতে থাকেন। এমতাবস্থায়, মিছিলে আসা বর ও তাঁর বন্ধুদের দেখে ক্ষুব্ধ হন কনে এবং পরিবারের লোকজনেরা।

এমনকি, একটা সময়ে বেঁধে যায় বচসাও। এমতাবস্থায়, কনের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা কনের অন্যত্র বিয়ে দিয়ে দেন। তারপরেই, বরের বাড়ির পক্ষ থেকে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলার রাজগড় তহসিলের চেলানা গ্রামে। জানা গিয়েছে গত ১৫ মে, হরিয়াণার সিওয়ানির ১০ নং ওয়ার্ডের বাসিন্দা অনিলের ছেলে মহাবীর জাট বরযাত্রীদের সাথে নিয়ে মিছিলের মাধ্যমে রাজগড়ের চেলানায় বিয়ের উদ্দেশ্যে রওনা দেন।

রাত ২ টোয় পৌঁছন তাঁরা:
এদিকে, মিছিলটি কনের বাড়িতে পৌঁছনোর সময়ে দেড় শতাধিক বরযাত্রী গান ও ডিজে-র তালে নাচতে থাকেন। রাত ৯টার দিকে এই মিছিলটি কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও মত্ত বরযাত্রীরা ডিজে ও মদের নেশায় এতটাই মগ্ন ছিলেন যে রাত ১ টা পর্যন্ত তাঁরা নাচতে থাকেন। এমতাবস্থায় বর ও তাঁর বন্ধুদের এহেন কীর্তিকলাপে অত্যন্ত বিরক্ত হন কনে পক্ষের লোকজন। এদিকে, রাত ২ টো পর্যন্ত বরযাত্রীদের মিছিল বাড়িতে ঠিকভাবে না পৌঁছনোর জন্য বিয়ের আনুষ্ঠানিকতাও শুরু করা যায়নি।

এমতাবস্থায়, কনে পক্ষের লোকজন যখন বরযাত্রীদের শান্ত হতে বলেন ঠিক তখনই তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এমনকি, রাত ১ টা ১৫ নাগাদ বিয়ের জন্য নির্ধারিত সময়ও অতিবাহিত হয়ে যায়। এরপর পাত্রীর পরিবার ওই পাত্রীকে অন্য একটি ছেলের সাথে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন। তারপরেই বিয়ে সম্পন্ন হয় তাঁদের।

এদিকে, বরযাত্রীরা যখন রাত ২ টোর দিকে বর সমেত সেখানে পৌঁছে যান তখন কার্যত অবাক হন সকলেই। তাঁরা দেখেন যে, ইতিমধ্যেই পাত্রীর বিয়ে হয়ে গিয়েছে অন্য আরেকজনের সঙ্গে। তারপরেই ওই বর বাধ্য হয়েই ফিরে আসেন। যদিও, এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ওই পাত্র ও তাঁর আত্মীয়রা রাজগড় থানায় পৌঁছন।

এই প্রসঙ্গে ওই পাত্রীর পরিবারের পক্ষে জানানো হয়েছে যে, বিয়ে করতে আসতেই যদি এত অসাবধানতা দেখা যায় তাহলে ওই পাত্র এবং তাঁর বাড়ির সদস্যরা কিভাবে তাঁদের সাথে সম্পর্ক বজায় রাখবেন! পাশাপাশি, উভয়পক্ষই পারিবারিক কারণ উল্লেখ করে লিখিতভাবে বিয়ে বাতিলের জন্য থানায় আবেদন করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর