ভর্তি করতে লেগেছিল মোটা টাকা, এখন তালা ঝুলছে পার্থর সেই স্কুলে! সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা

বাংলাহান্ট ডেস্ক : গত শনিবারই স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষমন্ত্রী গ্রেফতার হতেই আতঙ্কিত পিংলার বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবকরা। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার খিরিন্দায় বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল (BCM International School)। পার্থ গ্রেফতার হওয়ার পরই পিংলায় তাঁর স্ত্রীর নামে তৈরি স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা! কী হবে এই স্কুলের ভবিষ্যৎ? স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎই বা কী হবে? কোনওভাবেই স্কুল বন্ধ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অভিভাবকরা।

স্ত্রীর স্মৃতিতে পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রাম খিরিন্দায় পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেন ওই বিশ্বমানের স্কুল। প্রায় ১৫ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই স্কুল। মোটা টাকা দিয়ে সেখানে ভর্তি করতে হয় ছাত্রছাত্রীদের। নামী সেই ইংরাজি মাধ্যম স্কুলে সন্তানদের ভর্তিও করেন অভিভাবকরা। এখন তাতেই তাঁরা ফাঁপড়ে পড়েছেন বলে মনে করছেন অভিভাবকদেন একাংশ। কী হবে তাঁদের সন্তানদের ভবিষ্যৎ? বছর নষ্ট হয়ে যাবে নাকি?

শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয়েছে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সেইসঙ্গে বিরাট পরিমাণ সোনার গয়না ও বৈদেশিক মুদ্রা।

তবে তার অনেক আগে থেকেই চর্চার কেন্দ্রে ছিল পিংলায় খিরিন্দা এলাকায় অবস্থিত এই ইন্টারন্যাশানাল স্কুল। ঝাঁ চকচকে এই ইংরাজি মাধ্যম স্কুলে এমন কোনও জিনিস নেই, যা নেই। বেশ কয়েকবার পার্থ চট্টোপাধ্যায় ওই স্কুল পরিদর্শনে এসেছিলেন। এই স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন পার্থর জামাই কল্যাণ ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী। ইডি তাঁর বাড়িতে তার বাড়িতেও হানা দেয়। সেখান থেকেও ইডি বেশকিছু কাগজপত্র ও নথি সংগ্রহ করেছে বলে জানা যাচ্ছে।

এত বির্তকের মধ্যে ইতিমধ্যেই স্কুলের গেটে ঝুলেছে তালা। অবিভাবকদের তাঁদের বক্তব্য, ‘দুর্নীতির যেমন তদন্ত হচ্ছে, তা হোক। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে হঠাৎ করে বন্ধ করা ঠিক নয়। আমরা তো পার্থ চট্টোপাধ্যায়ের স্কুল বা অন্য কার স্কুল, সেটা দেখিনি। আমরা ভালো স্কুল এবং বাচ্চাদের ভালো পড়াশোনার জন্যই এখানে ভর্তি করেছি।’

Sudipto

সম্পর্কিত খবর