বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়া ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে পাকিস্তানে যাবে কি না তা এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে, ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে BCCI। ঠিক এই আবহেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) থাকবে হাইব্রিড মডেল:
যেখানে বলা হয়েছে, হাইব্রিড মডেলের অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজন করা যেতে পারে। এমতাবস্থায়, ভারতীয় দল সংযুক্ত আরব আমিরশাহীতে (UA) তার সমস্ত ম্যাচ খেলতে পারে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলি (বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে) দুবাইতে সম্পন্ন হতে পারে।
এদিকে, ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়, তাহলে ভেন্যু পরিবর্তন হতে পারে। দুবাইতেও নকআউট ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ভারত সেমিফাইনাল ও ফাইনালে না পৌঁছলে নকআউট ম্যাচগুলি হবে লাহোরে।
আরও পড়ুন: লোন থেকে শুরু করে EMI; শীঘ্রই আসবে “গুড নিউজ”, কি জানালেন RBI গভর্নর?
ড্রাফট শিডিউল অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে, সম্ভাব্য সেমিফাইনাল এবং ফাইনাল সহ ভারতের সমস্ত ম্যাচ লাহোরের জন্য নির্ধারিত হয়েছে। আগামী ১ মার্চ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা। প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজনৈতিক সমস্যাগুলির কারণে, ভারত এবং পাকিস্তান দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে।
আরও পড়ুন: পুজোর ক’টা দিনে উঠুক ছবির ঝড়! অংশগ্রহণ করুন বাংলা হান্ট-এর সেলফি কনটেস্টে, মিলবে দুর্দান্ত উপহার
এদিকে, এশিয়া কাপ ২০২৩-এর আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত তার সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলের ভিত্তিতে খেলেছে। BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা সম্প্রতি জানিয়েছেন, “এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের নীতি হল আমরা সবসময় আন্তর্জাতিক ট্যুরের জন্য সরকারের অনুমতি চাই। আমাদের দল কোন দেশ সফর করবে কি করবে না তা সরকারই ঠিক করে।” তিনি আরও বলেন, ”এই বিষয়েও সরকার যে সিদ্ধান্তই নেবে আমরা তা মেনে চলব।”