এই মুহূর্তে প্রত্যেক দেশের ক্রিকেটারদের রয়েছে ঠাসা কর্মসূচি। এর ফলে একদিকে যেমন ক্রিকেটার ক্লান্ত হয়ে পড়ছেন তেমনি প্রায়ই দেখা যাচ্ছে যে ক্রিকেটার চোট আঘাতে ভুগছেন। আর তাই ক্রিকেটারদের কথা ভেবে এবার টেস্ট ম্যাচে দিনের সংখ্যা কমাতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আইসিসি। এবার থেকে পাঁচ দিনের পরিবর্তে চার দিনের টেস্ট ম্যাচ আয়োজনের কথা ভাবছে আইসিসি। জানা গিয়েছে আগামী 2023 সাল থেকেই এমনটা শুরু করতে চলেছে আইসিসি। আইসিসির তরফ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই চার দিনের টেস্ট ম্যাচ বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আসলে দিনের-পর-দিন বিশ্বজুড়ে ক্রিকেটের চাহিদা বেড়েই চলেছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। জাতীয় ক্রিকেট খেলার পাশাপাশি প্রত্যেকটি দেশ নিজের নিজের দেশে টি-টোয়েন্টি লিগ শুরু করেছেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেটতো রয়েছেই। তার ওপর আইসিসির তরফ কাছে আবেদন করা হয়েছে ক্রিকেট ক্যালেন্ডারের শেয়ার চেয়ে। তাই এত কিছু এক বছরের ক্যালেন্ডার এর অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছেনা আর এই সমস্ত কথা ভেবেই টেস্ট ক্রিকেটকে পাঁচ দিনের পরিবর্তে চার দিনের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির তরফে।
আইসিসি মনে করে যদি টেস্ট ম্যাচ কে 5 দিন থেকে কমিয়ে 4 দিনে আনা যায় তাহলে বছরে আরো বেশি করে টেস্ট সিরিজ করানো যাবে। এছাড়াও আইসিসি একটি পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে যে 2018 সালের পর থেকে মোট টেস্ট ম্যাচের 60 শতাংশই চার দিন বা তার আগেই শেষ হয়ে গিয়েছে অর্থাৎ পঞ্চম দিন পর্যন্ত গড়ায় নি। আর সেই কারণেই টেস্ট ম্যাচের দিন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আইসিসি।