দুর্গাষ্টমীতে বিশ্বজয়ের সফর শুরু হরমনপ্রীত বাহিনীর! জাতীয় সঙ্গীত গেয়ে উজ্জীবিত করলেন শ্রেয়া

Published on:

Published on:

The ICC Women's World Cup has begun.

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গেল ২০২৫ সালের ICC মহিলা ODI বিশ্বকাপ (ICC Women’s World Cup)। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচটি গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সম্পন্ন হচ্ছে। ম্যাচ শুরুর আগে উভয় দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং সেই সময় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল স্টেডিয়ামে সুরের জাদু ছড়িয়ে দেন। শ্রেয়া আসামের ঐতিহ্যবাহী শাড়ি পরে তাঁর সুরেলা কণ্ঠে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

শুরু হল ICC মহিলা ODI বিশ্বকাপ (ICC Women’s World Cup):

শ্রেয়া ঘোষাল গাইলেন জাতীয় সঙ্গীত: ভারত ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ (ICC Women’s World Cup) শুরুর ১০ মিনিট আগে, দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সেই সময়ে শ্রেয়া ঘোষাল নিজেই “জন গণ মন অধিনায়ক জয়া হে” গান। শ্রেয়ার কন্ঠে সমগ্র স্টেডিয়াম মুগ্ধ হয়। উপস্থিত ক্রিকেট ভক্তরাও সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে ভারত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বৃষ্টির জন্য ম্যাচটি ৪৮ ওভারে নামিয়ে আনা হয়েছে। এই ম্যাচে (ICC Women’s World Cup) শ্রীলঙ্কা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারত ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করেছে।

আরও পড়ুন: মহা অষ্টমীতেও বাড়ল সোনার দাম! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন লেটেস্ট রেট

ভারতীয় মহিলা দলের প্লেয়িং ইলেভেন: স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেস, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমানজিৎ কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড় এবং নাল্লাপুরেড্ডি চরানি।

আরও পড়ুন: ভারতের সঙ্গে রেলপথে জুড়বে ভুটান! বাংলার ওপর দিয়েই তৈরি হবে রেলপথ, মিলল আপডেট

শ্রীলঙ্কা মহিলা দলের প্লেয়িং ইলেভেন: চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা মাধবী সমরবিক্রমা, বিশমি গুনারত্নে, কবিশা দিলহারি, নীলাক্ষী ডি সিলভা, আংশুকা সঞ্জীওয়ানি (উইকেটরক্ষক), সুগান্দিকা কুমারী, অচিনি কুলাসুরিয়া, উদ্দেশিকা প্রবোধিনী এবং ইনোকা রানাবীরা।